হাদির মাগফিরাত কামনায় টাঙ্গাইলে জামায়াতের দোয়া মাহফিল

0
হাদির মাগফিরাত কামনায় টাঙ্গাইলে জামায়াতের দোয়া মাহফিল

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরিফ ওসমান হাদির মাগফিরাত কামনায় টাঙ্গাইলে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেলে টাঙ্গাইল শহরের শহীদ মিনারে বাংলাদেশ জামায়াতে ইসলামী টাঙ্গাইল শহর ও সদর উপজেলা শাখার উদ্যোগে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি ছিলেন জামায়াতের টাঙ্গাইল জেলা আমির আহসান হাবীব মাসুদ। জামায়াতে ইসলামী টাঙ্গাইল শহর শাখার আমির মিজানুর রহমান চৌধুরীর সভাপতিত্বে বক্তব্য রাখেন জেলা জামায়াতের সাংগঠনিক সেক্রেটারি শহিদুল ইসলাম, ছাত্রশিবিরের জেলা সভাপতি মাজহারুল ইসলাম, সদর উপজেলা আমির অধ্যাপক ইকবাল হোসাইন বাদল প্রমুখ।

অনুষ্ঠান পরিচালনা করেন শহর জামায়াতের সেক্রেটারি সাইফুল ইসলাম। এ সময় জামায়াত ও সহযোগী সংগঠনের নেতাকর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

আলোচনা সভায় বক্তারা হাদির হত্যাকারীদের খুঁজে বের করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। পাশাপাশি সরকার ও প্রশাসনের ভেতরে ঘাপটি মেরে বসে থাকা ফ্যাসিবাদের দোসরদের শাস্তির আওতায় আনার আহ্বান জানান।

আলোচনা শেষে শহীদ হাদির রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here