৪১ বছর বয়সে ইউরোপিয়ান ফুটবলে ফিরলেন সিলভা

0
৪১ বছর বয়সে ইউরোপিয়ান ফুটবলে ফিরলেন সিলভা

ফ্লুমিনেসির সঙ্গে চুক্তি বাতিলের দুই দিন পর নতুন ঠিকানা বেছে নিলেন থিয়াগো সিলভা। পোর্তোয় যোগ দিলেন অভিজ্ঞ ব্রাজিলিয়ান ডিফেন্ডার।

৪১ বছর বয়সী চিয়াগোকে দলে নেওয়ার কথা জানায় পর্তুগিজ ক্লাবটি। সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, চুক্তি হয়েছে ২০২৬ সালের জুন পর্যন্ত। এরপর আরও এক বছর মেয়াদ বাড়ানোর সুযোগও রাখা হয়েছে।

এসি মিলান, পিএসজি ও চেলসির সাবেক সেন্টার-ব্যাক চিয়াগো গত বুধবার স্বদেশের ক্লাব ফ্লুমিনেসির সঙ্গে চুক্তি বাতিল করেন। তখন ইএসপিএনের প্রতিবেদনে বলা হয়েছিল, ব্রাজিলের হয়ে ২০২৬ বিশ্বকাপে খেলার আশায় ইউরোপিয়ান ক্লাব ফুটবলে ফিরতে চান তিনি।

নিজ দেশে পেশাদার ক্যারিয়ার শুরুর পর ২০০৪ সালে পোর্তোর হয়েই প্রথম ইউরোপিয়ান ফুটবলে পা রাখেন থিয়াগো সিলভা। যদিও তাদের মূল দলের হয়ে খেলার সুযোগ পাননি, রিজার্ভ দলের হয়ে খেলেন ১৪ ম্যাচ। পরের বছর তিনি যোগ দেন রাশিয়ার ক্লাব দিনামো মস্কোতে। তবে যক্ষ্মায় আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হওয়ায় ক্লাবটির হয়ে কোনো ম্যাচ তার খেলা হয়নি। ২০০৬ সালে ধারে যোগ দেন ফ্লুমিনেসিতে। পরের বছর তাকে পাকাপাকিভাবে কিনে নেয় দলটি।

২০০৯ সালে এসি মিলানে পাড়ি জমান চিয়াগো। সেখানে ২০১০-১১ মৌসুমে জেতেন সেরি আ শিরোপা। ইতালিয়ান ক্লাবটিতে তিন মৌসুম কাটানোর পর, ফরাসি ক্লাব পিএসজিতে আট বছরের অধ্যায়ে সাতবার লিগসহ অনেক ট্রফি জেতেন তিনি। ২০২০ সালে তিনি যোগ দেন চেলসিতে। ইংলিশ ক্লাবটির হয়ে ২০২০-২১ মৌসুমে জেতেন চ্যাম্পিয়ন্স লিগ। এছাড়া উয়েফা সুপার কাপ ও ক্লাব বিশ্বকাপ জয়ের স্বাদও পান তিনি এখানে।

স্ট্যামফোর্ড ব্রিজে চার বছরের অধ্যায়ের ইতি টেনে গত বছর তিনি ফিরে যান ফ্লুমিনেসিতে। গত জুলাইয়ে দলটিকে ক্লাব বিশ্বকাপের সেমি-ফাইনালে তুলতে রাখেন অবদান। এখন আবার ইউরোপিয়ান ফুটবলে দেখা যাবে তাকে। সবশেষ চারটি বিশ্বকাপে ব্রাজিল দলে ছিলেন চিয়াগো। জাতীয় দলের হয়ে ২০১৩ সালের কনফেডারেশন কাপ ও ২০১৯ সালের কোপা আমেরিকা জিতেছেন তিনি। 

তবে ২০২২ বিশ্বকাপের কোয়ার্টার-ফাইনালে ক্রোয়েশিয়ার বিপক্ষে টাইব্রেকারে হেরে বিদায় নেওয়ার পর থেকে আর ব্রাজিলের জার্সিতে খেলা হয়নি তার। জাতীয় দলের হয়ে সব মিলিয়ে ১১৩ ম্যাচ খেলেছেন থিয়াগো।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here