যে গতিতে ছুটছিলেন, তাতে সর্বকালের অন্যতম সেরা ফুটবলারকে খুব দ্রুত ছাড়িয়ে ছিল কেবল সময়ের ব্যাপার। চলতি মৌসুমে উড়ন্ত ছন্দে থাকা আর্লিং হলান্ড ছাড়িয়ে গেলেন ক্রিশ্চিয়ানো রোনালদোকে।
ইংলিশ প্রিমিয়ার লিগে শনিবার ওয়েস্ট হ্যামের বিপক্ষে পাঁচ মিনিটে গোল করে প্রথমে রোনালদোর পাশে বসেন হলান্ড। এরপর ঘরের মাঠ ইতিহাদে ৬৯ মিনিটে আরেকটি গোল করে ছাড়িয়ে যান পর্তুগিজ মহাতারকাকে।
প্রিমিয়ার লিগে হলান্ডের গোল সংখ্যা এখন ১০৪। তাতে নরওয়েজিয়ান তারকা ফরোয়ার্ড টপকে গেলেন ম্যানচেস্টার ইউনাইটেডের সাবেক ফরোয়ার্ড রোনালদোকে। আল নাসরের মহাতারকা ‘রেড ডেভিলদের’ হয়ে দু’ দফায় করেন ১০৩ গোল। ‘সিআর সেভেন’ থেকে ১২২ ম্যাচ কম খেলেই তাকে ছাড়িয়ে গেলেন হলান্ড।
২৫ বছর বয়সী হলান্ডের ২০২৫-২৬ মৌসুমে লিগে গোল ১৭ ম্যাচে ১৯টি। এই মৌসুমেই ‘গোলমেশিন’ নামে পরিচিত এই স্ট্রাইকার প্রিমিয়ার লিগে দ্রুততম ‘সেঞ্চুরি’ করার কীর্তি গড়েন। শনিবার ওয়েস্ট হ্যামের বিপক্ষে দু’টি গোলের সঙ্গে একটি অ্যাসিস্ট করে ডাবল সেঞ্চুরিও করেন হলান্ড।
এরলিং হলান্ড ওয়েস্ট হ্যাম ইউনাইটেডের বিপক্ষে প্রিমিয়ার লিগ ম্যাচে ম্যানচেস্টার সিটিকে এগিয়ে দিয়েছেন। তিজানি রেইন্ডার্সের গোলে সহায়তা করে ইউরোপের শীর্ষ পাঁচ লিগে মোট ২০০ গোলে অবদান রাখলেন হলান্ড। তার মাত্র ১৬৫ ম্যাচে ১৬৬ গোল ও ৩৫টি অ্যাসিস্টের অবিশ্বাস্য পরিসংখ্যান দেখে যে কারও চোখ কপালে।

