বড় হাউসে কাজের আকাঙ্ক্ষা সব অভিনয়শিল্পীরই থাকে। আর সেটা যদি হয় নতুন কারও ক্ষেত্রে তাহলে তো কথাই নেই। অবশ্য এসব ক্ষেত্রে অনেককে আবার বিমুখ হতে হয়, যা তাকে অনেক বেশি পোড়ায়। যেমনটা ঘটেছিল দক্ষিণ ভারতের জনপ্রিয় অভিনেত্রী রাধিকা আপ্তের জীবনে।
এ অভিনেত্রী কাজ হারিয়েছিলেন ওজন বেড়ে যাওয়ায় অজুহাতে। যে ঘটনায় ভীষণ হতাশ হয়েছিলেন তিনি। এমনকি মানসিক অবসাদের কারণে শরণাপন্ন হতে হয়েছিল মনোবিদের।
ভারতীয় গণমাধ্যমের এক প্রতিবেদনে বলা হয়, অভিনয়জীবনের শুরুর দিকে একটি বড় প্রোডাকশনের ছবিতে কাজ করার সুযোগ পেয়েছিলেন রাধিকা। কিন্তু শুটিং শুরুর আগেই ঘটে এক অনাকাঙ্ক্ষিত ঘটনা। রাধিকা জানান, শুটিং শুরুর আগে তিনি ছুটিতে ঘুরতে যাওয়ার পরিকল্পনা করেছিলেন।
বিষয়টি তিনি সংশ্লিষ্টদের আগে থেকেই জানিয়ে রেখেছিলেন। এমনকি ঘুরতে গিয়ে ডায়েট করবেন না এবং ওজন কিছুটা বাড়তে পারে তাও স্পষ্ট করেছিলেন।
রাধিকার কথায়, তখন আমার বয়স কম ছিল, মেটাবলিজমও ছিল দুর্দান্ত। আমি জানতাম ফিরে এসে দ্রুতই ওজন কমিয়ে ফেলতে পারব। কিন্তু শুটিংয়ের আগে একটি ফটোশুটে আমাকে অংশ নিতে হয়। সেখানে আমায় কিছুটা মোটা দেখাচ্ছিল। আমাকে মোটা বলে বাদ দেওয়া হয়।
বড় কাজ হাতছাড়া হওয়ার পর রাধিকা মানসিকভাবে প্রচণ্ড বিপর্যস্ত হয়ে পড়েন। তার মনে ওজনের ব্যাপারে একধরনের ভীতি তৈরি হয়ে গিয়েছিল। সামান্য ওজন বাড়লেই তিনি আতঙ্কিত হয়ে পড়তেন যে, তাকে হয়তো আবারও কাজ হারাতে হবে। দীর্ঘ সময় এই ট্রমার মধ্য দিয়ে যাওয়ার পর শেষ পর্যন্ত তিনি পেশাদার মনোবিদের সাহায্য নিতে বাধ্য হন।
সম্প্রতি মা হয়েছেন রাধিকা। সন্তান জন্মের পর স্বাভাবিকভাবেই তার ওজন বৃদ্ধি পেয়েছে। তবে অতীতের সেই ট্রমা কাটিয়ে এখন তিনি জীবনকে নতুনভাবে দেখতে শিখেছেন।
উল্লেখ্য, বর্তমানে রাধিকা আলোচনায় রয়েছেন তার নতুন ছবি ‘সালি মোহাব্বতের’ জন্য। এটি একটি মনস্তাত্ত্বিক থ্রিলার, যা গত ১২ ডিসেম্বর ওটিটি প্ল্যাটফর্ম জি-ফাইভে মুক্তি পেয়েছে। ছবিটি পরিচালনা করেছেন তিসকা চোপড়া।

