কম্বোডিয়ার সঙ্গে চলমান সংঘাতের জেরে নিরাপত্তা শঙ্কায় সীমান্তবর্তী এক হাজারেরও বেশি স্কুল সাময়িকভাবে বন্ধের ঘোষণা দিয়েছে থাইল্যান্ড।
গতকাল শুক্রবার দেশটির শিক্ষা মন্ত্রণালয় কম্বোডিয়ার সীমান্তবর্তী সাতটি প্রদেশে ক্লাস স্থগিতের নির্দেশ দেয়। এর আওতায় পড়েছে ১ হাজার ৬০টি স্কুল। তারা বলছে, শিক্ষার্থী ও শিক্ষকদের সুরক্ষা নিশ্চিতেই এই পদক্ষেপ।
প্রতিবেদনে জানা গেছে, দেশটির বুড়িরাম প্রদেশ সবচেয়ে বেশি ঝুঁকিতে রয়েছে। এখানে ১০০টিরও বেশি স্কুল বন্ধ রাখা হয়েছে। অঞ্চলটিতে সংঘর্ষ চলাকালীন শিশু ও কিশোরসহ বাস্তুচ্যুতদের আশ্রয়কেন্দ্রে পাঠানো হয়েছে।
কম্বোডিয়া ও থাইল্যান্ড সীমান্তে গত ৭ ডিসেম্বর থেকে সংঘর্ঘ শুরু হয়। দেশ দুটির মধ্যে শান্তিচুক্তি স্বাক্ষরে দুই মাসের মধ্যেই ফের সংঘর্ষে জড়িয়েছে। এর জন্য উভয় পক্ষই একে অপরকে দায়ী করছে।
এদিকে, শনিবার কম্বোডিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, দুই দেশের সংঘাত কমাতে চীনের এশিয়ার বিষয়ক বিশেষ দূত ডেং শিজুন দেশটির রাজধানী ফেনম পেনহে সফর করেছেন। যুক্তরাষ্ট্রও এ সংঘাত নিরসনে কাজ করছে।

