২০০ টাকায় দেখা যাবে বিপিএল, ঘরে বসেই মিলবে অনলাইন টিকিট

0
২০০ টাকায় দেখা যাবে বিপিএল, ঘরে বসেই মিলবে অনলাইন টিকিট

সপ্তাহখানেক পরই শুরু হচ্ছে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) দ্বাদশ আসর। আগামী ২৬ ডিসেম্বর পর্দা উঠবে দেশের সবচেয়ে বড় ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট টুর্নামেন্টটির। এর আগে বিপিএলের সিলেট পর্বের টিকিট বিক্রির বিস্তারিত তথ্য জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

বিসিবির ঘোষণা অনুযায়ী, রবিবার বিকেল ৪টা থেকে সিলেট পর্বের টিকিট বিক্রি শুরু হবে। এবার সব টিকিট শুধুমাত্র অনলাইনে পাওয়া যাবে। স্টেডিয়াম বা ভেন্যুতে কোনো টিকিট কাউন্টার থাকছে না।

দর্শকরা ঘরে বসেই টিকিট কিনতে পারবেন বিসিবির নির্ধারিত ওয়েবসাইট থেকে।

শহীদ তুরাব স্ট্যান্ড ও গ্রিন গ্যালারি ২০০ টাকা, শহীদ আবু সাঈদ স্ট্যান্ড ২৫০ টাকা, ক্লাব হাউজ ৫০০ টাকা, ক্লাব হাউজ ৬০০ টাকা, 
গ্র্যান্ড স্ট্যান্ড ২ হাজার টাকা। সবচেয়ে কম দামে ২০০ টাকায় দর্শকরা একদিনে দুটি ম্যাচই উপভোগ করতে পারবেন, যা বিপিএলপ্রেমীদের জন্য দারুণ সুযোগ।

বিসিবি জানিয়েছে, দর্শকদের ভোগান্তি কমানো ও টিকিট কালোবাজারি ঠেকাতেই এবার পুরোপুরি অনলাইন পদ্ধতিতে টিকিট বিক্রির সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here