যুক্তরাজ্যের পররাষ্ট্র, কমনওয়েলথ ও উন্নয়ন দপ্তর গত অক্টোবরে হ্যাকিংয়ের শিকার হয়েছে। দেশটির বাণিজ্যমন্ত্রী ক্রিস ব্রায়ান্ট জানিয়েছেন, এই ঘটনায় ভিসা সম্পর্কিত অন্তত দশ হাজারেরও বেশি তথ্য চুরি হয়েছে।
গতকাল শুক্রবার ব্রিটিশ ডিজিটাল রেডিও টাইমস রেডিও-কে তিনি এ তথ্য নিশ্চিত করেন।
ক্রিস ব্রায়ান্ট বলেন, সরকার গত অক্টোবর মাসে হ্যাকিংয়ের শিকার হয়েছে। যা আংশিকভাবে দ্য সান পত্রিকার প্রতিবেদনের সত্যতা নিশ্চিত করে। ওই প্রতিবেদনে বলা হয়েছিল যে, একটি চীনা হ্যাকার গ্রুপ ফরেন অফিসের সিস্টেমে প্রবেশ করে তথ্য চুরি করেছে।
তিনি আরও বলেন, ‘আমি বলতে পারছি না, এটি সরাসরি চীনা হ্যাকারদের কাজ কি না, বা সত্যিই চীনা রাষ্ট্রের সঙ্গে সংশ্লিষ্ট কি না।
দ্য সান পত্রিকা জানিয়েছিল, ‘স্টর্ম ১৮৪৯’ নামের চীনা সাইবার গ্রুপ ফরেন অফিসের সিস্টেম হ্যাকিংয়ের জন্য দায়ী। প্রতিবেদনে বলা হয়, এই হামলায় দশ হাজারেরও বেশি ভিসা সম্পর্কিত তথ্য চুরি হয়েছে।
তবে বাণিজ্যমন্ত্রী ব্রায়ান্ট বলেছেন, এই বিষয়ে প্রকাশিত সংবাদ মূলত ‘অনুমাননির্ভর’। বিষয়টি নিয়ে তদন্ত চলছে। তবে এখন পর্যন্ত নিশ্চিত হওয়া গেছে, কোনো ব্যক্তিগত তথ্য ক্ষতিগ্রস্ত বা চুরি হয়নি।
তিনি আরও বলেন, ‘আমরা সমস্যাটি দ্রুত বন্ধ করতে সক্ষম হয়েছি। আমাদের একটি সাইটের প্রযুক্তিগত ত্রুটির কারণেই এ ঘটনা ঘটেছে।’
অভিযোগ রয়েছে, ‘স্টর্ম ১৮৪৯’ চীনের একটি হ্যাকার গ্রুপ, যা রাষ্ট্রপক্ষের হ্যাকিং কার্যক্রমের অংশ। গ্রুপটি রাজনীতিবিদ ও চীনা সরকারের সমালোচক সংস্থাগুলোকে তাদের লক্ষ্যবস্তু করে।

