কীর্তনখোলা নদীতে অবৈধ বালু উত্তোলন, চারজনকে জরিমানা

0
কীর্তনখোলা নদীতে অবৈধ বালু উত্তোলন, চারজনকে জরিমানা

বরিশালের কীর্তনখোলা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের সময় দুইটি ড্রেজার ও দুইটি বাল্কহেডসহ আটক চার জনকে দুই লাখ টাকা জরিমানা করা হয়েছে। 

গতকাল শুক্রবার গভীর রাতে পরিচালিত অভিযানে জরিমানা করেন ভ্রাম্যমান আদালতের নির্বাহী হাকিম সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) আজাহারুল ইসলাম। জরিমানা দিয়ে আটক চারজন মুক্তি পেলেও জব্দ করা হয়েছে দুই ড্রেজার ও দুই বাল্কহেড। 

জরিমানা দিয়ে মুক্ত হওয়ার চারজন হলেন- মো. জামাল হোসেন, জামাল শেখ, সুলতান হাওলাদার ও মো. সোহেল। সকলে চার নৌযানের সুকানী।

সহকারী কমিশনার আজাহারুল ইসলাম জানান, কীর্তনখোলা নদীর সদর উপজেলার চরমোনাই ইউনিয়নের গিলাতলী অংশে অভিযান করা হয়। এ সময় নদী থেকে দুইটি ড্রেজার দিয়ে অবৈধভাবে বালু উত্তোলন করে দুইটি বাল্কহেডে ভর্তি করার সময় চারজনকে আটক করা হয়। পরে চারজনকে মোট দুই লাখ টাকা জরিমানা করা হয়েছে। চারটি নৌযান জব্দ করে স্থানীয় ইউপি সদস্যর জিম্মায় দেয়া হয়েছে। 

সহকারী কমিশনার জানান, জরিমানার অর্থ পরিশোধ করে আটক চারজন মুক্ত হয়েছেন। ড্রেজার ও বাল্কহেডের প্রয়োজনীয় কাগজপত্র প্রদর্শনের পর ভবিষ্যতে বালু উত্তোলন না করার শর্তে ছেড়ে দেয়া হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here