তাইওয়ানে মেট্রোতে ছুরি নিয়ে হামলা, হতাহত ১২

0
তাইওয়ানে মেট্রোতে ছুরি নিয়ে হামলা, হতাহত ১২

তাইওয়ানের রাজধানী তাইপেতে ছুরি হামলার ঘটনা ঘটেছে। এতে অন্তত ১২ জন হতাহত হয়েছে। এর মধ্যে কমপক্ষে তিনজন নিহত হয়েছে। আহত হয়েছে আরও নয়জন। 

তাইওয়ানের প্রধানমন্ত্রী চো জং-তাই বলেন, ২৭ বছর বয়সী সন্দেহভাজন তাইপেইয়ের প্রধান মেট্রো স্টেশনে প্রথমে বিস্ফোরণ ঘটায়। এরপর অন্য একটি স্টেশনে ছুটে যান এবং পথিমধ্যে লোকজনকে ছুরিকাঘাত করেন।

কর্মকর্তারা সন্দেহভাজন ওই ব্যক্তির নাম চ্যাং ওয়েন বলে জানিয়েছেন চো জং-তাই। তিনি তাইওয়ানের নাগরিক। হামলা চালানোর পর একটি বহুতল ভবন থেকে পড়ে মারা যান তিনি। কী কারণে তিনি এসব ঘটনা ঘটিয়েছেন, রিপোর্ট লেখা পর্যন্ত তা স্পষ্ট নয়।

তাইওয়ানে এই ধরনের হামলার ঘটনা বেশ বিরল। সেখানে সহিংস অপরাধের হার কম। এর আগে সর্বশেষ এ ধরনের ঘটনা ঘটেছিল ২০১৪ সালে অর্থাৎ এক দশকেরও বেশি সময় আগে। সূত্র: আল-জাজিরা, নিউ ইয়র্ক টাইমস, বিবিসি

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here