ব্রেট লির পর জনসনকে ছাড়িয়ে গেলেন কামিন্স

0
ব্রেট লির পর জনসনকে ছাড়িয়ে গেলেন কামিন্স

প্রথম ইনিংসে ব্রেট লি, দ্বিতীয় ইনিংসে মিচেল জনসন। অস্ট্রেলিয়ার দুই প্রজন্মের দুই গ্রেটকে এক টেস্টেই ছাড়িয়ে গেলেন পেসার প্যাট কামিন্স। তার সামনে এখন কিংবদন্তি ডেনিস লিলি। অ্যাশেজের অ্যাডিলেইড টেস্টের চতুর্থ দিনে ইংল্যান্ডের প্রথম উইকেটটি নিয়ে জনসনের ৩১৩ স্পর্শ করেন কামিন্স, দ্বিতীয় উইকেট নিয়ে তাকে যান ছাড়িয়ে। চোটের কারণে এবার সিরিজের প্রথম দুই টেস্টে কামিন্স ছিলেন দর্শকের ভূমিকায়। 

অস্ট্রেলিয়ান অধিনায়ক মাঠে ফেরেন তৃতীয় টেস্ট দিয়ে। ৩০৯ উইকেট নিয়ে ম্যাচটি শুরু করেন তিনি। প্রথম ইনিংসে তিন শিকারের পথে ছাড়িয়ে যান ব্রেট লির ৩১০ উইকেট। ম্যাচের চতুর্থ দিনে শনিবার অস্ট্রেলিয়ার দ্বিতীয় ইনিংস শেষ হয় ৩৪৯ রানে। ইংল্যান্ড জয়ের জন্য লক্ষ্য পায় ৪৩৫ রানের।

ইনিংসের দ্বিতীয় আর নিজের প্রথম ওভারেই বেন ডাকেটকে ফিরিয়ে জনসনের উইকেট সংখ্যা ছুঁয়ে ফেলেন কামিন্স। একটু পর অলিভার পোপকে ফিরিয়ে নিজেকে তিনি নিয়ে যান এক ধাপ ওপরে। ৭৩ টেস্টে ৩১৩ উইকেট নিয়ে ক্যারিয়ার শেষ করে বাঁহাতি জনসন। কামিন্সের এটি ৭২তম টেস্ট। বোলিং গড়, স্ট্রাইক রেট, ওভারপ্রতি রান, সবকিছুতেই বেশ এগিয়ে কামিন্স। 

অস্ট্রেলিয়ার হয়ে টেস্টে সর্বোচ্চ উইকেটশিকারিদের তালিকায় কামিন্স এখন আছেন ছয় নম্বরে। পাঁচ নম্বরে উঠতে আরও বেশ কিছু দূর পাড়ি দিতে হবে তাকে। ৭০ টেস্টে ৩৫৫ উইকেট নিয়ে পাঁচে আছেন সর্বকালের সেরা ফাস্ট বোলারদের একজন ডেনিস লিলি।

চতুর্থ স্থানে থাকা মিচেল স্টার্কের উইকেট সংখ্যা ৪২১টি। ৫৬৩ উইকেট নিয়ে তিন নম্বরে আছেন গ্লেন ম্যাকগ্রা। এই টেস্টের প্রথম ইনিংসেই তাকে ছাড়িয়ে ৫৬৪ উইকেটে আছেন ন্যাথান লায়ন। ৭০৮ উইকেট নিয়ে সবার ওপরে লেগ স্পিনের জাদুকর শেন ওয়ার্ন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here