ভারতের ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) নিয়ম মেনে ঘরোয়া টুর্নামেন্ট বিজয় হাজারে ট্রফিতে দুই ম্যাচ খেলবেন বিরাট কোহলি। তবে অধিনায়কত্ব করবেন না অভিজ্ঞ ব্যাটার। তার দল দিল্লির নেতৃত্বে থাকবেন আরেক তারকা ব্যাটার রিশাভ পান্ত।
বিজয় হাজারে ট্রফির প্রথম দুই ম্যাচের জন্য ২০ জনের দল ঘোষণা করেছে দিল্লি এন্ড ডিস্ট্রিক্ট ক্রিকেট অ্যাসোসিয়েশন (ডিডিসিএ)।
টুর্নামেন্টের ‘ডি’ গ্রুপে আগামী ২৪ ডিসেম্বর থেকে ৮ জানুয়ারির মধ্যে ৭টি ম্যাচ খেলবে দিল্লি। এর মধ্যে সবগুলোতেই কোহলি ও পান্তকে পাওয়া যাবে কিনা, সেই বিষয়ে স্পষ্ট কিছু জানানো হয়নি।
আগামী ১১ জানুয়ারি থেকে নিউ জিল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবে ভারত। ওই সিরিজের আগে অন্ধ্র প্রদেশ ও গুজরাটের বিপক্ষে ম্যাচ দুটিতে খেলবেন কোহলি ও পান্ত।
এরপর পান্ত যদি জাতীয় দলের দায়িত্বে চলে যান, তাহলে দিল্লির অধিনায়কত্ব করবেন সহ-অধিনায়কের দায়িত্বে থাকা আয়ুশ বাদোনি। এছাড়া স্কোয়াডে রিজার্ভ উইকেটকিপার হিসেবে অনুজ রাওয়াত আছেন।
দিল্লি স্কোয়াড:
রিশাভ পান্ত (অধিনায়ক), আয়ুশ বাদোনি (সহ-অধিনায়ক), বিরাট কোহলি, অর্পিত রানা, যশ ঢুক, সার্থক রঞ্জন, প্রিয়াংশ আর্য, তেজস্বী সিং (উইকেটরক্ষক), নিতিশ রানা, হৃত্বিক শোকেন, হার্শ ত্যাগী, সিমারজিত সিং, প্রিন্স যাদব, দিভিজ মেহরা, আয়ুশ দোসেজা, বৈভব কান্দপাল, রোহান রানা, ইশান্ত শর্মা, নবদ্বীপ সাইনি।

