কিউইদের রান পাহাড়ে চাপা পড়েও জবাব দিচ্ছে ক্যারিবিয়রা

0
কিউইদের রান পাহাড়ে চাপা পড়েও জবাব দিচ্ছে ক্যারিবিয়রা

মাউন্ট মঙ্গানুইতে টেস্টের শুরু থেকেই চলছে রানের উৎসব। প্রথম দিন রেকর্ডের পসরা সাজিয়ে সেই উৎসবের সূচনা করে নিউ জিল্যান্ড, আর দ্বিতীয় দিনে সেই রান পাহাড়ের চাপ সামলে পাল্টা জবাব দিতে শুরু করেছে ওয়েস্ট ইন্ডিজ।

এক উইকেটে ৩৩৪ রান নিয়ে দ্বিতীয় দিনের খেলা শুরু করা কিউইরা এদিন আরও ২৪১ রান যোগ করে ইনিংস ঘোষণা করে। ১৫৫ ওভার ব্যাট করে ৮ উইকেটে ৫৭৫ রান তুলে ক্ষান্ত হয় স্বাগতিকরা। ইনিংসের মূল আকর্ষণ ছিলেন ডেভন কনওয়ে। ১৭৮ রান নিয়ে ব্যাটিংয়ে নেমে তিনি খেলেন অনবদ্য ডাবল সেঞ্চুরির ইনিংস।

প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে ওয়েস্ট ইন্ডিজও শুরুটা করে দারুণ আত্মবিশ্বাসে। ২৩ ওভারে কোনো উইকেট না হারিয়ে ১১০ রান তোলে ক্যারিবিয়ানরা। যদিও এখনো কিউইদের বিশাল স্কোরের সঙ্গে ব্যবধান রয়ে গেছে, তারা পিছিয়ে আছে ৪৬৫ রানে। ওপেনার ব্র্যান্ডন কিং ৫৫ রানে অপরাজিত আছেন, জন ক্যাম্পেবেলের ব্যাট থেকে এসেছে ৪৫ রান।

প্রথম দিনের তুলনায় দ্বিতীয় দিনটি ওয়েস্ট ইন্ডিজের জন্য ছিল অনেকটাই স্বস্তির। ব্যাটিং সহায়ক পিচ ও কন্ডিশনের পূর্ণ সুবিধা কাজে লাগিয়েছেন দুই ওপেনার। দিনের শুরুতে ক্যারিবিয়ান বোলাররাও কিছুটা হলেও নিউ জিল্যান্ডের রান তোলার গতি নিয়ন্ত্রণে রাখতে পেরেছিলেন।

নিউ জিল্যান্ডের এই বড় ইনিংসের ভিত গড়ে দেন দুই ওপেনারই। প্রথম দিনে সেঞ্চুরি করেন টম ল্যাথাম, আর দ্বিতীয় দিনে সেই ভিত আরও শক্ত করেন ডেভন কনওয়ে। ৩১টি চারে ৩৬৭ বলে ২২৭ রান করা কনওয়ের এটি টেস্ট ক্যারিয়ারের সেরা ইনিংস। এর আগে একবার ডাবল সেঞ্চুরি করলেও এবারের ইনিংসটি তার ব্যাটিং জীবনের অনন্য উচ্চতায় নিয়ে গেছে। ৩৪ বছর বয়সী এই বাঁহাতি ব্যাটার পুরো ইনিংসজুড়ে ছিলেন নিয়ন্ত্রিত ও দৃঢ়।

অন্য ব্যাটারদের মধ্যে রাচিন রবীন্দ্র ফিফটি করেন। ১০৬ বলে ৭২ রানে অপরাজিত থাকেন তিনি। এছাড়া কেইন উইলিয়ামসনের ব্যাট থেকে আসে ৩১, গ্লেন ফিলিপস করেন ২৯ এবং এজাজ প্যাটেল যোগ করেন ৩০ রান।

ওয়েস্ট ইন্ডিজের হয়ে বোলিংয়ে দুটি করে উইকেট নেন জায়ডিন সিলস, অ্যাডারসন ফিলিপ ও জাস্টিন গ্রিভস। একটি করে উইকেট পান কেমার রোচ ও রোস্টন চেজ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here