ইতোমধ্যে ২০২৬ ফুটবল বিশ্বকাপের সূচি চূড়ান্ত হয়ে গেছে। অন্যতম ফেভারিট ও পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল কবে কার সঙ্গে লড়বে তা কারও অজানা নয়। এরই মাঝে ফ্রান্স ও ক্রোয়েশিয়ার সঙ্গে প্রীতি ম্যাচ খেলার পরিকল্পনা সাজিয়েছে তারা।
শুক্রবার ম্যাচের সময় ও ভেন্যু চূড়ান্ত হয়েছে। আগামী বছরের মার্চে যুক্তরাষ্ট্রের মাটিতে ম্যাচ দুটি অনুষ্ঠিত হবে।
২০২৬ সালের ফিফার প্রথম উইন্ডো হবে মার্চ মাসে। আসন্ন উইন্ডোতে সেলেসাওদের দুটি ম্যাচের সূচি ঠিক করেছে ব্রাজিলিয়ান ফুটবল কনফেডারেশন (সিবিএফ)। কার্লো আনচেলত্তির দল ২৬ মার্চ যুক্তরাষ্ট্রের বোস্টনে ফ্রান্সের মুখোমুখি হবে। এর পাঁচ দিন পর (৩১ মার্চ) অরল্যান্ডোতে ক্রোয়েশিয়ার বিপক্ষে খেলবে আরেকটি প্রীতি ম্যাচ। ওই সময় ফ্লোরিডার অরল্যান্ডোতে ক্যাম্প করবে ব্রাজিল।
ফ্রান্সের বিপক্ষে ম্যাচটি ২৮ মার্চ অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা ছিল, শেষ পর্যন্ত খেলা চূড়ান্ত করা হয় ২৬ মার্চ। যাতে মার্চ ফিফা উইন্ডোর দুই প্রীতি ম্যাচের মাঝে বিরতি বেশি পাওয়া যায়। এটি হবে ব্রাজিল কোচ কোচ কার্লো আনচেলত্তির জন্য বিশ্বকাপের দল ঘোষণার আগে খেলোয়াড়দের পরীক্ষা-নিরীক্ষার শেষ সুযোগ। মে মাসে বিশ্বকাপের চূড়ান্ত স্কোয়াড ঘোষণা করবেন আনচেলত্তি। এরপর জুনে বিশ্বকাপ শুরুর কয়েকদিন আগে সেই স্কোয়াডের সদস্যরা একত্রিত হবেন।
সিবিএফ সিদ্ধান্ত নিয়েছে– ২০২৬ সালের প্রথম প্রীতি ম্যাচগুলোর সব প্রস্তুতি অরল্যান্ডোতেই হবে, কারণ ২০২৪ কোপা আমেরিকার আগে এখানকার অবকাঠামো তাদের ভালো অভিজ্ঞতা দিয়েছে। বিশ্বকাপে ব্রাজিল প্রতিটি গ্রুপ পর্বের ম্যাচ খেলবে যুক্তরাষ্ট্রে এবং গ্রুপসেরা হলে পুরো টুর্নামেন্টজুড়েই তাদের দেশটিতে থাকতে পারে। সেক্ষেত্রে নিউইয়র্ককে দলটির ঘাঁটি হিসেবে বিবেচনা করা হচ্ছে। চার দিনের পরিদর্শন ও মূল্যায়নের পর সিবিএফ তাদের পছন্দের ট্রেনিং সেন্টার নির্বাচন করেছে।
যদিও এখনও ফিফার কাছ থেকে ক্যাম্পের ভেন্যু নিয়ে চূড়ান্ত অনুমোদনের অপেক্ষায় রয়েছে সিবিএফ। আগামী ১৬ জানুয়ারি সেটি ঘোষণা করা হতে পারে। যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডার মাটিতে আগামী ১১ জুন বিশ্বকাপের পর্দা উঠবে। যেখানে ব্রাজিলের অভিযান শুরু হবে ১৩ জুন, নিউজার্সি কিংবা নিউইয়র্কের মেটলাইফ স্টেডিয়ামে তাদের প্রথম ম্যাচের প্রতিপক্ষ মরক্কো। এরপর ১৯ জুন ফিলাডেলফিয়ায় হাইতি এবং ২৪ জুন মায়ামিতে স্কটল্যান্ডের বিপক্ষে গ্রুপ পর্বের শেষ ম্যাচ খেলবে ব্রাজিল।
বিডি প্রতিদনে/কেএ

