ওসমান হাদি হত্যার প্রতিবাদে মুন্সীগঞ্জে বিক্ষোভ

0
ওসমান হাদি হত্যার প্রতিবাদে মুন্সীগঞ্জে বিক্ষোভ

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদিকে গুলি করে হত্যার প্রতিবাদে এবং জড়িতদের বিচারের দাবিতে মুন্সীগঞ্জে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে ছাত্র-জনতা।

শুক্রবার (১৯ ডিসেম্বর) জুমার নামাজ শেষে মুন্সীগঞ্জ শহরের কেন্দ্রীয় শহীদ মিনার থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে সুপার মার্কেট এলাকায় গিয়ে শেষ হয়।

এ সময় বিক্ষোভকারীরা ‘তুমি কে, আমি কে? হাদি, হাদি’, ‘দিল্লি না ঢাকা? ঢাকা, ঢাকা’, ‘ফ্যাসিবাদের ঠিকানা এই বাংলায় হবে না’, ‘আমরা সবাই হাদি হবো, যুগে যুগে লড়ে যাবো’ এবং ‘ইনকিলাব জিন্দাবাদ’ স্লোগান দেন।

সমাবেশে বক্তব্য রাখেন মুন্সীগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট মো. হালিম হোসেন, সরকারি হরগঙ্গা কলেজ ছাত্রদলের আহ্বায়ক কমিটির সদস্য সচিব রোকনউদ্দৌলা রাফসান রাফি, জুলাই মঞ্চের আহ্বায়ক রায়হান রাব্বি, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক যুগ্ম সদস্য সচিব নোমান আল মাহমুদসহ অন্যান্যরা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here