বিপিএলে ম্যাচ অফিসিয়াল ঘোষণা

0
বিপিএলে ম্যাচ অফিসিয়াল ঘোষণা

আগামী ২৬ ডিসেম্বর সিলেটে শুরু হচ্ছে এবারের বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) আসর। বিপিএলের উদ্বোধনী অনুষ্ঠান বাতিল হলেও টুর্নামেন্টে ম্যাচ অফিসিয়ালের তালিকা প্রকাশিত হয়েছে।

সবমিলিয়ে এবারের বিপিএলে আম্পায়ার হিসেবে থাকছেন ১০ জন। এর মধ্যে ৮ জন দেশি ও দুই জন বিদেশি। সাইমন টফেলসহ ম্যাচ রেফারি হিসেবে থাকবেন ৪ জন। 

জানা গেছে, আম্পায়ার হিসেবে আক্তার আহমেদ শিপার, নিয়ামুর রশিদ রাহুল, সেলিম সাহেব এবং সাইমন টফেল। এছাড়া এহসানুল হক সেজান বিশ্বকাপে যাচ্ছেন, এ কারণে তিনি নেই। তাছাড়া বিপিএলের শুরু থেকে ম্যাচ রেফারি হিসেবে আইসিসির প্যানেলের যারা আছেন, তারাই থাকবেন।’

এদিকে, দেশি আম্পায়ার হিসেবে শরফউদ্দৌলা ইবনে শহীদ সৈকত, মাসুদুর রহমান মুকুল, তানভীর আহমেদরা থাকবেন। বিদেশি হিসেবে রয়েছেন আসিফ ইয়াকুব এবং রুচিরা পল্লীগুরুরুগে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here