ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদির মৃত্যুর প্রতিবাদে নাটোরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের উদ্যোগে মধ্যরাতে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার রাত সাড়ে ১২টার দিকে নাটোর শহরের মাদ্রাসা মোড় থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়। মিছিলটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে নাটোর প্রেস ক্লাবের সামনে এসে শেষ হয়। সেখানে একটি সংক্ষিপ্ত প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে বক্তারা বলেন, “আমরা একজন দেশপ্রেমিককে হারিয়েছি। হাদির মৃত্যু কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়। ফ্যাসিবাদী শক্তির পতনের পর থেকেই বিপ্লবীদের ওপর ধারাবাহিকভাবে হামলা চালানো হচ্ছে। এ দেশের মানুষ আর এসব ঘটনা মেনে নেবে না। বাংলাদেশকে কারো কাছে বিক্রি করে দেওয়া যাবে না।”
বক্তারা ওসমান হাদির হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
এ সময় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ছাত্রনেতা শেখ ওবায়দুল্লাহ মীম, ফুয়াদ, শিশির, রবিনসহ সংগঠনের অন্যান্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

