ইরানে খেলতে না যাওয়ায় নিষেধাজ্ঞা পেল মোহনবাগান

0
ইরানে খেলতে না যাওয়ায় নিষেধাজ্ঞা পেল মোহনবাগান

ইরানে এশিয়ান ফুটবল কাউন্সিল(এএফসি) চ্যাম্পিয়ন্স লিগ টুর ম্যাচ খেলতে না যাওয়ায় ভারতীয় ফুটবল ক্লাব মোহনবাগানের ওপর নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। জরিমানার পাশাপাশি ক্লাবটিকে ২ বছরের জন্য নিষিদ্ধ করা হয়েছে। 

এতে ২০২৭-২৮ মৌসুম পর্যন্ত এএফসির কোনও প্রতিযোগিতায় খেলতে পারবে না সবুজ-মেরুন শিবির। এর পাশাপাশি ১ লাখ ৭২৯ ডলার জরিমানা দিতে হবে। ভারতীয় মূল্যে প্রায় ৯১ লক্ষ ৬ হাজার টাকা। মোহনবাগান সরকারি ভাবে শাস্তি নিয়ে কোনও প্রতিক্রিয়া জানায়নি। তবে ক্লাব সূত্রে খবর, শাস্তির বিরুদ্ধে আবেদন করবে ক্লাব কর্তৃপক্ষ।

গত সেপ্টেম্বর মাসে সেপাহানের বিরুদ্ধে ম্যাচ খেলতে ইরানে যায়নি মোহনবাগান। ফুটবলারদের নিরাপত্তার স্বার্থে ইরানে না যাওয়ার সিদ্ধান্ত নেন ক্লাব কর্তৃপক্ষ। নিরপেক্ষ কোনও দেশে ম্যাচ আয়োজনের আবেদন করা হয়। কিন্তু এএফসি সেই আবেদনে সাড়া দেয়নি।

সে সময় এএফসি প্রাথমিকভাবে জানিয়েছিল, এ বারের এএফসি চ্যাম্পিয়ন্স লিগে মোহনবাগানের পাওয়া সব পয়েন্ট কেটে নেওয়া হবে। তবে বড় শাস্তি হওয়ার সম্ভাবনা ছিলই। গতকাল বুধবার (১৭ ডিসেম্বর) এএফসির শৃঙ্খলারক্ষা এবং এথিকস কমিটি মোহনবাগানকে নিষেধাজ্ঞার সিদ্ধান্ত নেয়।মোহনবাগানকে করা জরিমানার মধ্যে ধরা রয়েছে এএফসি এবং সেপাহানের আর্থিক ক্ষতি।

শাস্তির ফলেআইএসএল চ্যাম্পিয়ন হলেও এএফসি চ্যাম্পিয়ন্স লিগ টুয়ে খেলতে পারবে না মোহনবাগান। উল্লেখ্য, গত মৌসুমেও নিরাপত্তার কারণে ইরানে দল পাঠাননি সবুজ-মেরুন কর্তৃপক্ষ। ইরানে খেলতে যাওয়া নিয়ে আপত্তি জানিয়েছিলেন জেসন কামিংস, জেমি ম্যাকলারেনসহ বেশ কয়েক জন ফুটবলারও।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here