কিংবদন্তি অভিনেতা গিল জেরার্ড আর নেই

0
কিংবদন্তি অভিনেতা গিল জেরার্ড আর নেই

হলিউডের কিংবদন্তি অভিনেতা গিল জেরার্ড আর নেই। স্থানীয় সময় মঙ্গলবার (১৬ ডিসেম্বর)ক্যানসারের সঙ্গে লড়াই করে মারা যািন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮২ বছর।

সামাজিক যোগাযোগমাধ্যমে গিল জেরার্ডের মৃত্যুর খবরটি নিশ্চিত করেন তার স্ত্রী জ্যানেট। তিনি জানান, ভোরের দিকে এক বিরল ও অত্যন্ত আক্রমণাত্মক ক্যানসারের কাছে পরাজিত হয়েছেন তার জীবনসঙ্গী। অসুস্থতা ধরা পড়ার পর মাত্র কয়েক দিনের মধ্যেই তার অবস্থার অবনতি ঘটে।

জ্যানেট আরও লেখেন, যত বছরই একসঙ্গে কাটুক না কেন, তা কখনোই যথেষ্ট নয়। প্রিয় মানুষদের শক্ত করে ধরে রাখার এবং নিঃশর্ত ভালোবাসার কথাও তিনি স্মরণ করিয়ে দেন। মৃত্যুর পর প্রকাশের অনুরোধ রেখে গিল জেরার্ড নিজেও একটি বার্তা লিখে গিয়েছিলেন। সেটিও তার স্ত্রী শেয়ার করেছেন।

সেখানে তিনি বলেন, তার জীবন ছিল এক অসাধারণ যাত্রা। কাজের সুযোগ, পরিচিত মানুষ আর ভালোবাসা পাওয়া ও দেওয়ার অভিজ্ঞতা মিলিয়ে পৃথিবীতে কাটানো ৮২টি বছর ছিল তৃপ্তিকর। আরকানসাস থেকে নিউ ইয়র্ক, সেখান থেকে লস অ্যাঞ্জেলেস এবং শেষ পর্যন্ত উত্তর জর্জিয়ায় স্ত্রীর সঙ্গে কাটানো জীবনকে তিনি স্মরণ করেন গভীর কৃতজ্ঞতায়।

১৯৭৯ থেকে ১৯৮১ সাল পর্যন্ত প্রচারিত বিজ্ঞান কল্পকাহিনি ধারাবাহিক ‘পঁচিশ শতকের বাক রজার্স’-এ প্রধান চরিত্রে অভিনয় করে বিশ্বজুড়ে খ্যাতি পান গিল জেরার্ড। ওই গল্পে তিনি অভিনয় করেন ক্যাপ্টেন উইলিয়াম বাক রজার্স চরিত্রে। সেটি একজন মহাকাশচারীর চরিত্র। এছাড়া বিভিন্ন টেলিভিশন সিরিজ ও হলিউড চলচ্চিত্রে অভিনয় করেছেন। দীর্ঘ অভিনয় জীবনে তিনি মার্কিন টেলিভিশনের এক পরিচিত ও শ্রদ্ধেয় মুখে পরিণত হন। ভিন্নধর্মী চরিত্র ও সাবলীল অভিনয়ের মাধ্যমে দর্শকদের মনে স্থায়ী ছাপ রেখে গেছেন তিনি

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here