ডিসি-এসপিদের সঙ্গে ইসির বৈঠক ২৪ ডিসেম্বর

0
ডিসি-এসপিদের সঙ্গে ইসির বৈঠক ২৪ ডিসেম্বর

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট সুষ্ঠুভাবে সম্পন্ন করতে আগামী ২৪ ডিসেম্বর দেশের সব জেলা প্রশাসক (ডিসি) ও পুলিশ সুপারদের (এসপি) সঙ্গে বৈঠক করবে নির্বাচন কমিশন (ইসি)। আগামী বুধবার (২৪ ডিসেম্বর) সকালে এ বৈঠক অনুষ্ঠিত হবে।

বৃহস্পতিবার ইসি উপসচিব মোহাম্মদ মনির হোসেন এ বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, ভোটের সার্বিক প্রস্তুতি, আচরণবিধি প্রতিপালন এবং আইনশৃঙ্খলা ও নিরাপত্তা নিশ্চিতকরণসহ নির্বাচন সংক্রান্ত বিভিন্ন বিষয়ে দিকনির্দেশনা দিতে আগামী বুধবার (২৪ ডিসেম্বর) সকাল ১০টায় দেশের সব জেলা প্রশাসক ও পুলিশ সুপারদের নিয়ে নির্বাচন প্রশিক্ষণ ইনস্টিটিউটে একটি দিক-নির্দেশনামূলক সেমিনার অনুষ্ঠিত হবে।

এদিকে, এর আগে আগামী রবিবার (২১ ডিসেম্বর) নির্বাচন কমিশন বিভিন্ন বাহিনীর প্রধানদের সঙ্গে বৈঠকে বসবে। ওইদিন সকাল ১০টায় নির্বাচন ভবনে সভাটি অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

উল্লেখ্য, ইসির ঘোষিত তফসিল অনুযায়ী আগামী বছরের ১২ ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here