৬ বছর পর সাদা পোশাকে আর্চারের ফাইফার

0
৬ বছর পর সাদা পোশাকে আর্চারের ফাইফার

চলমান অ্যাশেজ সিরিজের অ্যাডিলেইড টেস্টের অস্ট্রেলিয়ার প্রথম ইনিংসের শেষ উইকেটটি নিয়ে ইংল্যান্ডের ফাস্ট বোলার জোফ্রা আর্চার পেলেন প্রায় ভুলে যাওয়া এক স্বাদ।

অ্যাশেজের অ্যাডিলেইড টেস্টের প্রথম দিনে তিন উইকেট পাওয়া আর্চার দ্বিতীয় দিন সকালে যোগ করেন আরও দুইটি। টেস্ট ক্রিকেটে ৫ উইকেটের দেখা পেলেন তিনি ৬ বছর পর।

সবশেষ ৫ উইকেট ছিল তার ২০১৯ সালে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে। সেঞ্চুরিয়নে বক্সিং ডে টেস্টে ৫ উইকেট নিয়েছিলেন তিনি ১০২ রানে। পরের এই দীর্ঘ সময়ে বেশির ভাগ সময়ই মাঠের বাইরে থাকতে হয়েছে তাকে। একের পর এক চোটের কারণে ক্যারিয়ার ছিল অনিশ্চয়তা মোড়ে। সব কাটিয়ে আবার ফিরেছেন তিনি। ক্রমে সেই ভয়ঙ্কর রূপেও ফিরছেন। মাঝের এই ৬ বছরে স্রেফ ১০টি টেস্ট খেলতে পেরেছেন এই ফাস্ট বোলার।

ক্যারিয়ারের প্রথম সাত টেস্টে তিন বার ইনিংসে ৫ উইকেট নিয়েছিলেন তিনি। চতুর্থটির জন্য ছিল লম্বা এই অপেক্ষা। অভিষেক সিরিজে ২০১৯ অ্যাশেজে হেডিংলি ও ওভালে ইনিংসে ৬ উইকেট শিকার করেন তিনি। এবার প্রথমবার ৫ উইকেটের স্বাদ পেলেন অস্ট্রেলিয়ার মাঠে।

দীর্ঘ চোট কাটিয়ে ফেরার পর গত বছর থেকে ওয়ানডে ও টি-টোয়েন্টি মোটামুটি নিয়মিতই খেলছেন আর্চার। সাড়ে চার বছর পর টেস্ট ক্রিকেটে ফেরেন গত জুলাইয়ে ভারতের বিপক্ষে সিরিজ দিয়ে। পাঁচ ম্যাচের ওই সিরিজেই দুটি ম্যাচ খেলেন তিনি। এবারের অ্যাশেজের তিন টেস্টেই মাঠে নামলেন ৩০ বছর বয়সী ফাস্ট বোলার।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here