আমেরিকার জাতীয় ঋণ সীমা ৩১.৪ ট্রিলিয়ন ডলারে বাড়ানোর ব্যাপারে ক্ষমতাসীন ডেমোক্র্যাট এবং বিরোধী রিপাবলিকান দলের মধ্যে যে সমঝোতা হয়েছে তা চূড়ান্ত করেছেন প্রেসিডেন্ট জো বাইডেন এবং প্রতিনিধি পরিষদের স্পিকার কেভিন ম্যাকার্থি।
রবিবার ম্যাকার্থির সঙ্গে চুক্তি চূড়ান্ত হওয়ার পর হোয়াইট হাউজে এই চুক্তিকে আমেরিকার জনগণের জন্য সুসংবাদ বলে অভিহিত করেন প্রেসিডেন্ট বাইডেন।
চূড়ান্ত চুক্তির পর বাইডেন আরো বলেন, এর ফলে জাতীয় অর্থনীতি মারাত্মক বিপর্যয়ের হাত থেকে রক্ষা পেল এবং কষ্টার্জিত ঐতিহাসিক অর্থনৈতিক পুনরুদ্ধার প্রক্রিয়াও রক্ষা পেল।
প্রেসিডেন্ট বাইডেন এবং স্পিকার কেভিন ম্যাকার্থির মধ্যে চূড়ান্ত সমঝোতা হলেও তা কংগ্রেস থেকে অনুমোদন নিতে হবে। এজন্য সেখানে ভোটাভুটির প্রশ্ন রয়েছে। আগামী বুধবার ওই ভোটাভুটি অনুষ্ঠিত হতে পারে। প্রেসিডেন্ট বাইডেন এই চুক্তি চূড়ান্তভাবে অনুমোদনের জন্য প্রতিনিধি পরিষদ এবং সিনেটের প্রতি আহ্বান জানিয়েছেন।
সূত্র : সিএনএন।