দীর্ঘ ব্যর্থতার পর ২০২৩ সালে ‘পাঠান’ সিনেমার মাধ্যমে বক্স অফিসে রাজকীয় প্রত্যাবর্তন ঘটে বলিউড বাদশা শাহরুখ খানের। এরপর থেকেই ভক্ত-অনুরাগীরা এটির দ্বিতীয় কিস্তি নিয়ে অপেক্ষার প্রহর গুনছেন।
ভারতীয় সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে, ইতোমধ্যে ছবির চিত্রনাট্য চূড়ান্ত করে ফেলেছেন যশরাজ ফিল্মসের কর্ণধার আদিত্য চোপড়া। সব ঠিকঠাক থাকলে আগামী বছরের শুরুতেই ছবিটি শুটিং ফ্লোরে যাবে।
এর মাঝেই বলিউডে জোর গুঞ্জন, ‘পাঠান ২’ ছবিতে নাকি দেখা যেতে পারে দক্ষিণী সুপারস্টার জুনিয়র এনটিআরকে। অর্থাৎ এক ছবিতেই মুখোমুখি হতে পারেন দুই ইন্ডাস্ট্রির দুই সুপারস্টার। খবরটি ছড়াতেই অনুরাগীদের মধ্যে উত্তেজনা তুঙ্গে। যদিও এই বিষয়ে এখন পর্যন্ত অফিশিয়াল কোনো বিবৃতি মেলেনি।
তবে যশরাজ ফিল্মসের ‘স্পাই ইউনিভার্স’ ঘিরে এমনিতেই প্রত্যাশা আকাশছোঁয়া। তার ওপর ভারতীয় সংবাদমাধ্যমের দাবি, আদিত্য চোপড়া নাকি এনটিআরকে এমন একটি চরিত্রে কাস্ট করতে চাইছেন, যা শাহরুখের চরিত্রের সমান গুরুত্ব পাবে।
এই গুঞ্জন সত্যি হলে ‘পাঠান ২’ যে অ্যাকশন ও স্টার পাওয়ার—দুই দিক থেকেই নতুন মাত্রা পেতে চলেছে, তা বলাই বাহুল্য।
উল্লেখ্য, চলতি বছর মুক্তি পেয়েছে হৃতিক রোশন অভিনীত স্পাই ইউনিভার্সের সিনেমা ‘ওয়ার ২’। এতে নেতিবাচক চরিত্রে দেখা যায় এনটিআরকে। ছবিটি বক্স অফিসে ফ্লপের তকমা পায়, যা আশাহত করে দুই তারকার ভক্তদের।

