বাংলাদেশি অনেক অভিনয়শিল্পীর কাজ আমরা চেটেপুটে খাই: সোহিনী

0
বাংলাদেশি অনেক অভিনয়শিল্পীর কাজ আমরা চেটেপুটে খাই: সোহিনী

সাবলীল অভিনয় দিয়ে দুই বাংলায় বেশ জনপ্রিয় টলিউড অভিনেত্রী সোহিনী সরকার। অভিনয়ের পাশাপাশি বাংলাদেশের নাটক ও সিনেমার নিয়মিত খোঁজখবর রাখেন তিনি। সম্প্রতি এক সাক্ষাৎকারে বাংলাদেশের শিল্পীদের অভিনয় নিয়ে নিজের ভালো লাগা ও মুগ্ধতার কথা প্রকাশ করেছেন সোহিনী। 

বিশেষভাবে উল্লেখ করেন আফরান নিশো ও মেহজাবীন চৌধুরীর জুটির কথা। তিনি বলেন, মেহজাবীন আর নিশো দুজনের যে জুটিটা, সেটা আমার অপূর্ব লাগে। বিশেষ করে নিশোর কাজ আমার খুবই প্রিয়।

বাংলাদেশের অভিনয় জগতের কিংবদন্তিদের প্রতি শ্রদ্ধা জানিয়ে সোহিনী বলেন, যখনই বাংলাদেশের অভিনেতাদের নিয়ে কথা হয়, তখনই হুমায়ুন ফরিদী, সুবর্ণা মুস্তাফা, মোশাররফ করিম কিংবা চঞ্চল চৌধুরীর নাম চলে আসে। এ ছাড়া জয়া আহসান বা অপি করিমও আমার খুব পছন্দের।

তার কথায়, আমরা যারা এপার বাংলা-ওপার বাংলার কাজ দেখি, তাদের কাছে বাংলাদেশের অনেক শিল্পীর কাজই দারুণ। সত্যি বলতে, বহু মানুষের কাজ আমরা একেবারে চেটেপুটে খাই যাকে বলে।

বর্তমান প্রজন্মের অভিনেত্রীদের মধ্যে তাসনিয়া ফারিণের কাজের প্রশংসা করেন সোহিনী। পাশাপাশি নুসরাত ইমরোজ তিশার অভিনয়ের প্রতিও নিজের ভালো লাগার কথা জানান তিনি। এমনকি ওটিটি প্ল্যাটফর্ম ‘চরকি’র একটি প্রজেক্টে সিয়ামের বিপরীতে শবনম বুবলীর অভিনয় দেখেও মুগ্ধ হয়েছেন এই অভিনেত্রী।

ঢালিউড সুপারস্টার শাকিব খান সম্পর্কে সোহিনীর ভাষ্য, শাকিব খানের কথা তো আলাদা করে বলার কিছু নেই, তিনি তো বিশাল স্টার। এ ছাড়া চিত্রনায়ক আরিফিন শুভর সঙ্গে নিজের কাজের অভিজ্ঞতার কথাও স্মরণ করেন সোহিনী সরকার।

মোটকথা, নিজের কাজের পাশাপাশি বাংলাদেশের অভিনয়শিল্পীদের কাজও যে নিয়মিত দেখা হয় তা সোহিনীর কথায় প্রকাশ পেল। 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here