মহান বিজয় দিবস উপলক্ষে বগুড়ার শাজাহানপুরে সুবিধাবঞ্চিত শিশুদের জন্য পরিচালিত ‘স্বপ্নপূরণ স্কুলে’র উদ্যোগে বর্ণাঢ্য ক্রীড়া প্রতিযোগিতা ও বাল্যবিবাহ প্রতিরোধে শপথগ্রহণ অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) শাজাহানপুর উপজেলার মানিকদিপা এলাকায় দিনব্যাপী আয়োজিত এ অনুষ্ঠানে প্রতিষ্ঠানটির ১৮টি শাখা স্কুলের পাঁচ শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করে। ক্রীড়া প্রতিযোগিতার মাধ্যমে প্রত্যন্ত অঞ্চলের সুবিধাবঞ্চিত শিশুরা আনন্দঘন সময় কাটায় এবং তাদের মুখে ফুটে ওঠে উচ্ছ্বাস ও প্রাণবন্ত হাসি।
অনুষ্ঠানে শিক্ষার্থীরা খেলাধুলার পাশাপাশি বাল্যবিবাহ প্রতিরোধ ও নিয়মিত বিদ্যালয়ে উপস্থিত থাকার শপথ গ্রহণ করে। শিশুদের সচেতনতা ও নৈতিক মূল্যবোধ গড়ে তুলতে এ উদ্যোগ বিশেষ গুরুত্ব বহন করে বলে জানান আয়োজকরা।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন বগুড়া বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. কুদরতে জাহান। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, প্রান্তিক শিশুদের মানসম্মত শিক্ষা ও সচেতনতা নিশ্চিত করা গেলে একটি আলোকিত ও মানবিক সমাজ গড়ে তোলা সম্ভব। এ সময় তিনি শিক্ষার্থীদের উদ্দেশে দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন এবং পরে শপথ বাক্য পাঠ করান।
অনুষ্ঠানে পল্লী উন্নয়ন একাডেমির যুগ্ম পরিচালক ড. আব্দুল মজিদ এর সভাপতিত্বে স্বপ্নপূরণ স্কুলের পরিচালক মিজানুর রহমানের সার্বিক ব্যবস্থাপনায় আরও বক্তব্য রাখেন শাজাহানপুর উপজেলা বিএনপির সভাপতি এনামুল হক শাহীন, উপজেলা সাবেক ভাইস চেয়ারম্যান আবুল বাশার, জামায়াতে ইসলামীর আমির মাওলানা আব্দুর রহমান, আড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আতিকুর রহমান, স্বপ্ন পূরণ স্কুলের স্বেচ্ছাসেবী রাফি, রোমান, আকাশসহ শিক্ষিকাবৃন্দ, শিক্ষার্থী ও অভিভাবকরা।
জানা যায়, প্রান্তিক ও সুবিধাবঞ্চিত শিশুদের জন্য মানসম্মত শিক্ষার ব্যবস্থা নিশ্চিত করতে ২০১৩ সালে স্বপ্নপূরণ স্কুল যাত্রা শুরু করে। বর্তমানে বগুড়া শহরের পাশাপাশি শাজাহানপুর উপজেলার প্রত্যন্ত অঞ্চলে ১৮টি শাখা স্কুলের মাধ্যমে প্রতিষ্ঠানটি শিক্ষাবঞ্চিত শিশুদের জন্য কাজ করে যাচ্ছে।

