বৈশাখী টেলিভিশনের দীর্ঘ ধারাবাহিক নাটক ‘হাবুর স্কলারশিপ’ প্রতি মঙ্গল, বুধ ও বৃহস্পতিবার রাত ৮টা ৪০ মিনিটে প্রচারিত হচ্ছে।
বৈশাখী টিভির উপব্যবস্থাপনা পরিচালক ও প্রধান সম্পাদক টিপু আলম মিলনের গল্পে এবং আহসান আলমগীরের চিত্রনাট্যে নাটকটি পরিচালনা করেছেন আল হাজেন। এই নাটকের মাধ্যমেই অভিনেতা রাশেদ সীমান্ত প্রথমবারের মতো কোনো দীর্ঘ ধারাবাহিক নাটকে অভিনয় করছেন।
গত দুই সিজনে অভিনয় করেছেন তানজিকা আমিন, অলিউল হক রুমি, শফিক খান দিলু, হায়দার আলী ও সাইকা আহমেদ। এবারের ধারাবাহিকে নতুন করে যুক্ত হয়েছেন অহনা রহমান, মৌসুমী হামিদ ও নীলা ইসলামসহ একঝাঁক তারকা।
নাটকের গল্পে দেখা যায়, গ্রামের সহজ-সরল ছেলে হাবু স্কলারশিপ পেয়ে অস্ট্রেলিয়ায় পড়তে যায় এবং বিশ্ববিদ্যালয়ে সেরা ফল অর্জন করে। অস্ট্রেলিয়ায় পড়াশোনার সময় তার সহপাঠী মারজান সব বিপদে পাশে থাকে। বিশ্ববিদ্যালয় হাবুকে ফ্যাকাল্টি মেম্বার হওয়ার প্রস্তাব দিলেও সে দেশের জন্য কাজ করার প্রত্যয়ে বাংলাদেশে ফিরে আসে। সেখান থেকেই শুরু হয় নাটকের মূল কাহিনি।

