লালমনিরহাট সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে পালানোর চেষ্টাকালে ঢাকার কেরানীগঞ্জ মডেল থানা মৎস্যজীবী লীগের সাধারণ সম্পাদক মো. শাহিন চৌধুরীকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।
বুধবার রাত সাড়ে ১০টার দিকে জেলা পুলিশের বিশেষ অভিযান ‘অপারেশন ডেভিল হান্ট–২’-এর আওতায় কালীগঞ্জ উপজেলার সীমান্তবর্তী ভুল্লারহাট এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতার শাহিন চৌধুরী কেরানীগঞ্জ মডেল থানার কালিন্দি ইউনিয়নের হিন্দু চড়াইল এলাকার মৃত মোয়াজ্জেম হোসেনের ছেলে।
পুলিশ সূত্র জানায়, সাম্প্রতিক রাজনৈতিক পটপরিবর্তনের পর থেকে শাহিন চৌধুরী আত্মগোপনে ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশ জানতে পারে, তিনি দালালের সহায়তায় কালীগঞ্জ উপজেলার সীমান্ত দিয়ে ভারতে প্রবেশের প্রস্তুতি নিচ্ছেন। এমন তথ্যের ভিত্তিতে ডিবির একটি দল ওই এলাকায় নজরদারি বাড়ায় এবং পালানোর প্রস্তুতিকালে তাকে হাতেনাতে গ্রেফতার করে।
স্থানীয় ও গোয়েন্দা সূত্রে জানা গেছে, শাহিন চৌধুরীর বিরুদ্ধে অতীতে ক্ষমতার অপব্যবহারসহ বিভিন্ন বিতর্কিত কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ রয়েছে।
লালমনিরহাট জেলা গোয়েন্দা শাখার (ডিবি) ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাদ আহম্মেদ বলেন, সীমান্ত দিয়ে অপরাধীদের পলায়ন রোধে “অপারেশন ডেভিল হান্ট–২” পরিচালনা করা হচ্ছে। গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে অবৈধ অনুপ্রবেশের চেষ্টা সংক্রান্ত অভিযোগে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। পাশাপাশি তার বিরুদ্ধে একাধিক মামলার তথ্যও যাচাই করা হচ্ছে।

