পলিটিক্যাল থ্রিলার ‘মাস্টার’ যাচ্ছে রটারড্যামে

0
পলিটিক্যাল থ্রিলার ‘মাস্টার’ যাচ্ছে রটারড্যামে

পলিটিক্যাল থ্রিলার ঘরানায় ‘মাস্টার’ নামের যে সিনেমা নির্মাণ করেছিলেন নির্মাতা রেজওয়ান শাহরিয়ার সুমিত। এবার সেই সিনেমাটি নেদারল্যান্ডসের ‘ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল রটারড্যামে’ উৎসবে নির্বাচিত হয়েছে।

সিনেমার নির্মাতা সুমিত জানিয়েছেন, উৎসবের ‘বিগ স্ক্রিন কম্পিটিশন’ বিভাগে লড়বে সিনেমাটি। এরই মধ্যে দক্ষিণ কোরিয়ার সিওল ও বুসানে সিনেমাটির পোস্ট প্রোডাকশনের কাজ করা হয়েছে। আগামী বছর সিনেমাটি দেশে মুক্তির প্রস্তুতি নিচ্ছে।

এই নির্মাতার পরিচিতি তৈরি হয় ‘নোনা জলের কাব্য’ চলচ্চিত্র দিয়ে। সুমিত বলেন, “আমাদের সম্পাদনার কাজ পুরোপুরি শেষ। দক্ষিণ কোরিয়াতে আমরা সাউন্ড এবং কালারের কাজ শেষ করলাম, যেখানে পৃথিবীর বিভিন্ন প্রান্তের শিল্পীরা যুক্ত ছিল। আগামী বছর সুবিধাজনক সময়ে আমরা দর্শকদের সামনে সিনেমাটি তুলে ধরব।”

২০২২-২৩ অর্থবছরে সরকারি অনুদান পাওয়া সিনেমা ‘মাস্টার’ । গেল বছর টাঙ্গাইলের মধুপুর, ধনবাড়ি এলাকার বনাঞ্চলে হয়েছে দৃশ্যধারণের কাজ। সিনেমার বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন নাসির উদ্দিন খান, আজমেরী হক বাঁধন, জাকিয়া বারী মম, ফজলুর রহমান বাবু, শরীফ সিরাজ, তাসনোভা তামান্না, আমিনুর রহমান মুকুল, মাহমুদ আলম।

রেজওয়ান শাহরিয়ার সুমিতের গল্পে ১২২ মিনিট দৈর্ঘ্যের মাস্টার সিনেমাটির চিত্রনাট্য করেছেন সাব্বির হোসেন শোভন ও নির্মাতা নিজে। চিত্রগ্রাহক তুহিন তামিজুল, প্রোডাকশন ডিজাইনার হিসেবে ছিলেন ভারতের জোনাকি ভট্টাচার্য, সঙ্গীত পরিচালনা করেছেন তাইওয়ানের হাও টিং শিহ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here