রাশিয়া যুদ্ধে লক্ষ্য অর্জন করবে: পুতিন

0
রাশিয়া যুদ্ধে লক্ষ্য অর্জন করবে: পুতিন

রাশিয়া কূটনৈতিক বা সামরিক উপায়ে ইউক্রেনে তার লক্ষ্য অর্জন করবে বলে জানিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।

তিনি আরও বলেছেন, ইউক্রেনে একটি ‘নিরাপত্তা বাফার জোন’ সম্প্রসারণের চেষ্টা করা হবে। 

বুধবার তিনি এসব কথা বলেন।

পুতিন বলেছেন, “প্রথমত, বিশেষ সামরিক অভিযানের লক্ষ্য নিঃসন্দেহে অর্জন করা হবে। আমরা এটি করতে এবং কূটনীতির মাধ্যমে সংঘাতের মূল কারণগুলো সমাধান করতে পছন্দ করব। যদি বিরোধীপক্ষ এবং তাদের বিদেশি পৃষ্ঠপোষকরা বাস্তব আলোচনায় অংশ নিতে অস্বীকৃতি জানায়, তাহলে রাশিয়া সামরিক উপায়ে তার ঐতিহাসিক ভূমি মুক্ত করবে। একটি নিরাপত্তা বাফার জোন তৈরি এবং সম্প্রসারণের কাজটিও ধারাবাহিকভাবে সমাধান করা হবে।”

ইউক্রেনের যেসব অঞ্চল রাশিয়া তার নিজস্ব অঞ্চল হিসেবে দাবি করেছে, তার মধ্যে রয়েছে পুরো ক্রিমিয়া, ডোনবাস অঞ্চলের প্রায় ৯০ শতাংশ এবং খেরসন ও জাপোরিঝিয়ার ৭৫ শতাংশ। এছাড়া রাশিয়া খারকিভ, সুমি, ডিনিপ্রোপেট্রোভস্ক এবং মাইকোলাইভের সংলগ্ন অঞ্চলের কিছু এলাকা রাশিয়ার দখলে রয়েছে। পুতিনের মন্তব্য ইঙ্গিত দেয় যে, মস্কো এই ফ্রন্টগুলোর কিছুতে আরও দখলদারিত্বের চেষ্টা করবে।

পুতিন জানিয়েছেন, ইউরোপের জনগণকে রাশিয়ার সাথে যুদ্ধের ভয়ে উদ্বুদ্ধ করা হচ্ছে এবং তাদের নেতাদের বিরুদ্ধে উন্মাদনা তৈরির অভিযোগ আনা হয়েছে।

তিনি বলেছেন, “আমি বারবার বলেছি: এটি মিথ্যা, অর্থহীন, ইউরোপীয় দেশগুলোর জন্য কিছু কাল্পনিক রুশ হুমকি একেবারেই অর্থহীন। এটি বেশ ইচ্ছাকৃতভাবে করা হচ্ছে।”

পুতিন জানিয়েছেন, রাশিয়া ইউরোপের সাথে যুদ্ধ চাইছে না, তবে যুদ্ধের জন্য প্রস্তুত, যদি এটি ইউরোপের পছন্দ হয়। সূত্র: এনবিসি নিউজ, এবিসি নিউজ, টিআরটি ওয়ার্ল্ড

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here