খেলাধুলা, পুরস্কার বিতরণসহ নানা আয়োজনের মধ্যে দিয়ে সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের (সিকৃবি) বায়োটেকনোলজি ও জেনেটিক ইঞ্জিনিয়ারিং (বিজিই) অনুষদের এক যুগপূর্তি উদযাপিত হয়েছে। বুধবার (১৭ ডিসেম্বর) সকালে সাদা পায়রা ও নানারঙ্গের বেলুন উড়িয়ে অনুষ্ঠানের উদ্বোধন করে অতিথিরা।
পরে প্রশাসনিক ভবনের সামনে থেকে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আলিমুল ইসলামের নেতৃত্বে বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি ক্যাম্পাসের বিভিন্ন স্থান ঘুরে কেন্দ্রীয় অডিটোরিয়ামের সামনে গিয়ে শেষ হয়।
পরে অডিটোরিয়ামে কেক কাটা, ম্যাগাজিনের মোড়ক উন্মোচন, খেলাধুলার পুরস্কার বিতরণ ও সেমিনার অনুষ্ঠিত হয়। বিজিই অনুষদের ডিন অধ্যাপক ড. মো. মোহন মিয়ার সভাপতিত্বে সেমিনারে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপাচার্য অধ্যাপক ড. মো. আলিমুল ইসলাম।
এসময় তিনি বলেন, বায়োটেকনোলজি এবং জেনেটিক ইঞ্জিনিয়ারিং অনুষদের এক যুগের যাত্রা শিক্ষাগত উৎকর্ষ, গবেষণার অগ্রগতি এবং প্রাতিষ্ঠানিক উন্নয়নের একটি গৌরবময় উদাহরণ। প্রতিষ্ঠা কাল থেকে এই অনুষদ আধুনিক বিজ্ঞানভিত্তিক শিক্ষা ও গবেষণায় গুরুত্বপূর্ণ অবদান রেখে আসছে। জেনেটিক ইঞ্জিনিয়ারিং এর কল্যাণে অনেক বিষয় আজ সহজ প্রাপ্য হয়েছে। ব্যাকটেরিয়া এবং ভাইরাসের ভেরিয়েবল এবং কনজার্ভ রিজিয়নে কি ধরনের মিউটেশন হচ্ছে জেনেটিং ইঞ্জিনিয়ারিং তার দ্বার খুলে দিয়েছে।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিকৃবির ট্রেজারার অধ্যাপক ড. এটিএম মাহবুব-ই-ইলাহী। স্বাগত বক্তব্য রাখেন বিজিই অনুষদের যুগপূর্তি উদযাপন অনুষ্ঠানের আহ্বায়ক সহযোগী অধ্যাপক ড. মোহাম্মদ রাশেদ চৌধুরী। মূল প্রবন্ধ উপস্থাপনা করেন বাংলাদেশ শিক্ষাতথ্য ও পরিসংখ্যান ব্যুরো (ব্যানবেইস) এর শিক্ষাখাতে উচ্চতর গবেষণা সহায়তা কর্মসূচি মনিটরিং কমিটির চেয়ারম্যান জিন বিজ্ঞানী অধ্যাপক ড. আবেদ চৌধুরী।

