নির্মাণাধীন ভবন থেকে লোহার ফ্রেম পড়ে আহত ব্যক্তির মৃত্যু

0
নির্মাণাধীন ভবন থেকে লোহার ফ্রেম পড়ে আহত ব্যক্তির মৃত্যু

ব্রাহ্মণবাড়িয়া পৌরশহরের পাইকপাড়া এলাকায় নির্মাণাধীন একটি বহুতল ভবন থেকে পড়ে যাওয়া লোহার ফ্রেমের আঘাতে গুরুতর আহত সুব্রত দাস (৪৫) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।

জানা যায়, প্রায় এক মাস আগে নিজ বাড়িতে অবস্থানকালে পাশের একটি নির্মাণাধীন সাততলা ভবনের সপ্তম তলা থেকে কলামের একটি ভারী লোহার ফ্রেম নিচে পড়ে। লোহার ফ্রেমটি নির্মাণাধীন ভবন থেকে পাশের ঘরের টিনের চাল ভেদ করে সুব্রত দাসের শরীরের ওপর আঘাত হানে। এতে তিনি মারাত্মকভাবে আহত হন।

আহত অবস্থায় প্রথমে তাকে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে ভর্তি করা হয়। পরে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় রেফার করেন। রাজধানীর বিভিন্ন হাসপাতালে দীর্ঘ এক মাসেরও বেশি সময় চিকিৎসাধীন থাকার পর বুধবার সকালে তিনি মারা যান।

ভুক্তভোগীর পরিবার জানায়, সুব্রত দাসের নিজ মালিকানাধীন বসতভিটার দক্ষিণ পাশে অভিযুক্তরা পৌরসভার কোনো অনুমোদন ছাড়াই এবং বিল্ডিং কোড অনুসরণ না করে বহুতল ভবনের নির্মাণকাজ শুরু করে।

পরিবারের অভিযোগ, নির্মাণকাজ চলাকালে কোনো ধরনের নিরাপত্তা ব্যবস্থা না থাকায় ভবনের সপ্তম তলা থেকে ভারী লোহার ফ্রেম পড়ে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। 

স্থানীয়রা দ্রুত দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ এবং ঝুঁকিপূর্ণ অবৈধ নির্মাণকাজ বন্ধের দাবি জানিয়েছেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here