আইসিসির টেস্ট বোলিং র্যাংকিংয়ে ক্যারিয়ার সেরা অবস্থানে উঠেছেন অস্ট্রেলিয়ার পেসার মিচেল স্টার্ক। অ্যাশেজ সিরিজের প্রথম দুই টেস্টে দুর্দান্ত বোলিংয়ে ম্যাচসেরা হন তিনি। এর প্রভাব পড়েছে র্যাংকিংয়ে।
বুধবার আইসিসির সবশেষ হালনাগাদকৃত বোলার র্যাংকিংয়ে প্রথমবার দুইয়ে উঠলেন স্টার্ক।
স্টার্কের রেটিং পয়েন্ট এখন ৮৫২। আর শীর্ষে থাকা ভারতীয় বোলার জাসপ্রিত বুমরাহর ৮৭৯ রেটিং পয়েন্ট। পার্থে প্রথম টেস্টে ১০ উইকেট নেওয়ার পর ব্রিসবেন টেস্টে ৮ উইকেট নিয়েছেন স্টার্ক।
এ ছাড়া ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়েলিংটন টেস্টে নিউজিল্যান্ডের ম্যাট হেনরি না খেলায় তিনি নেমে গিয়েছেন তিন নম্বরে। চারে আছেন পাকিস্তানের নোমান আলী। পাঁচে দক্ষিণ আফ্রিকার মার্কো জ্যানসেন।

