ভেনেজুয়েলার পাশে থাকার ইঙ্গিত চীনের

0
ভেনেজুয়েলার পাশে থাকার ইঙ্গিত চীনের

বিমানবাহী রণতরী ও যুদ্ধজাহাজ দিয়ে ভেনেজুয়েলাকে সবদিক দিয়ে অবরুদ্ধ করেছে যুক্তরাষ্ট্র। এমন পরিস্থতিতে ভেনেজুয়েলার পাশে থাকার ইঙ্গিত দিয়েছে বিশ্বের আরেক পরাশক্তি চীন।

দেশটির পররাষ্ট্রমন্ত্রী ওয়েং উই বুধবার (১৭ ডিসেম্বর) ভেনেজুয়েলার পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ফোনে কথা বলেন। এ সময় তিনি জানান চীন ‘একতরফা হেনস্তার’ বিরোধীতা করে এবং স্বাধীন দেশের সার্বভৌমত্ব রক্ষাকে সমর্থন করে।

ভেনেজুয়েলা চীনের গুরুত্বপূর্ণ অংশীদার উল্লেখ করে বলেন, দুই দেশের সম্পর্কের ঐতিহ্য হলো একে অপরের প্রতি বিশ্বাস এবং সমর্থন করা।

তিনি বলেন, “চীন বিশ্বাস করে আন্তর্জাতিক সম্প্রদায় ভেনেজুয়েলার তার বৈধ অধিকার এবং স্বার্থ রক্ষাকে বোঝে এবং সমর্থন করে।” সূত্র : রয়টার্স, আলজাজিরা

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here