এফএ কাপ ফাইনালের আগে ইনজুরি নিয়ে শঙ্কিত গার্দিওলা

0

আগামী শনিবার এফএ কাপের ফাইনালে ম্যানচেস্টার ইউনাইটেডের মুখোমুখি হবে ম্যানচেস্টার সিটি।

ফাইনাল সামনে রেখে ইনজুরি নিয়ে শঙ্কিত সিটি কোচ পেপ গার্দিওলা। তিনি বলেছেন, ট্রেবল শিরোপা জয়ের লক্ষ্য এফএ কাপের ফাইনালে ইউনাইটেডের মুখোমুখি হবার আগে সুস্থতা ফিরে পেতে লড়াই করছেন কেভিন ডি ব্রুইনা, জ্যাক গ্রিলিশ ও রুবেন দিয়াস।  

এক মৌসুমে সেরা তিনটি জয়ের লক্ষ্য স্থির করা প্রিমিয়ার লিগের চ্যাম্পিয়নরা আগামী ১০ জুন চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে মুখোমুখি হবে ইন্টার মিলানের। এর আগে এফএ কাপের ফাইনালে নগর প্রতিপক্ষ ম্যানচেস্টার ইউনাইটেডকে হারিয়ে নিজেদের লক্ষ্য পূরণে আরো একধাপ এগিয়ে যেতে চায় ম্যানচেস্টার সিটি।

তবে আগামী সপ্তাহে ওয়েম্বলিতে সিটিজেনদের জয়ের লক্ষ্য পূরণ ব্যাঘাত ঘটতে পারে যদি না ডি ব্রুইনা, গ্রিলিশ ও দিয়াস সময়মত সুস্থতা ফিরে না পান। ইউনাইটেডের বিপক্ষে ম্যাচের আগে এইসব তারকারা সুস্থ হয়ে উঠবেন কিনা-সাংবাদিকরা জানতে চাইলে জবাবে সিটি বস গার্দিওলা বলেন,‘এই মুহূর্তে ঠিক বলতে পারছি না। তবে আমি আশাবাদী।’

তিনি বলেন,‘ রুবেন, জ্যাক ও কেভিন খেলতে পারেনি, এমনটাই সত্যি। আমার মনে হয় তারা প্রস্তুতি নেবে। কিন্তু অনুশীলনে তাদের প্রস্তুত করা কঠিন হবে। সেজন্য আমাকে আজকে যারা খেলেছে তাদের দেখতে হয়েছে।’ 

ব্রেন্টফোর্ড একমাত্র দল যারা এই মৌসুমে সিটিকে দুইবার পরাজিত করেছে। ২০১৬ সালে সিটির দায়িত্ব নেয়ার পর এই নিয়ে পঞ্চমবারের মতো তাদের হারিয়েছে ব্রেন্টফোর্ড। 

গার্দিওলা বলেন,‘ আমি নিশ্চিত পয়েন্টের প্রয়োজন হলে আমাদের আচরণ ভিন্ন হতো। (দলের) আজকের আচরণ নিয়ে আমার কোন অভিযোগ নেই। আমি ছেলেদের বলেছি, তোমরা সবেমাত্র শিরোপা জয় করেছ। সুতরাং পরিবারের সদস্যদের নিয়ে দুইদিন আনন্দ কর। এরপর আমরা প্রথম ফাইনালের জন্য প্রস্তুতি নেব। দলের হয়ে যারা নিয়মিত খেলে থাকে তারা কিছুটা ক্লান্ত হয়ে পড়েছিল বলেই তারা খেলেনি। ইউনাইটেডের বিপক্ষে পূর্ণ শক্তি নিয়ে মুখোমুখি হবার জন্য তাদের বিশ্রামের প্রয়োজন ছিল।’   

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here