নানা কর্মসূচির মধ্য দিয়ে তুরস্কের আঙ্কারায় মহান বিজয় দিবস উদযাপন করা হয়েছে। মঙ্গলবার রাষ্ট্রদূত এম. আমানুল হক দূতাবাস প্রাঙ্গণে জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে আনুষ্ঠানিকতা শুরু করেন।
পরে দূতাবাসের আলোচনা কক্ষে মহান মুক্তিযুদ্ধে শহীদদের বিদেহী আত্মার মাগফিরাত ও জাতির কল্যাণ কামনায় কোরআন থেকে তিলাওয়াত ও বিশেষ মোনাজাত করা হয়।
দিবসটি উপলক্ষে রাষ্ট্রপতি, প্রধান উপদেষ্টা ও পররাষ্ট্র উপদেষ্টার বাণী পাঠ করা হয়। বিজয় দিবসের তাৎপর্য ধরে আলোচনা পর্বে অন্যদের সঙ্গে অংশগ্রহণ করেন, দূতাবাসের প্রতিরক্ষা উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ ইফতেকুর রহমান।
সমাপনী বক্তব্যে রাষ্ট্রদূত এম. আমানুল হক বলেন, বিজয় দিবস জাতীয় গৌরবের প্রতীক। মুক্তিযুদ্ধের লক্ষ্য কেবল রাজনৈতিক স্বাধীনতায় সীমাবদ্ধ ছিল না; বরং অর্থনৈতিক মুক্তি ও সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠাও এর অন্যতম উদ্দেশ্য। এ সময় তিনি গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন মহান মুক্তিযুদ্ধে আত্মোৎসর্গকারী লাখ লাখ বীর শহীদ, জাতীয় নেতৃবৃন্দ, বীর মুক্তিযোদ্ধা ও সম্ভ্রমহারা মা-বোনদের।
রাষ্ট্রদূত আরও বলেন, জুলাই গণ-অভ্যুত্থানের মধ্য দিয়ে একটি বৈষম্যহীন, দুর্নীতি ও স্বৈরাচারমুক্ত গণতান্ত্রিক রাষ্ট্রব্যবস্থা প্রতিষ্ঠার নতুন সুযোগ সৃষ্টি হয়েছে।

