গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় তারুণ্যের উৎসব উদযাপন উপলক্ষ্যে উন্মুক্ত বইপাঠ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। বুধবার উপজেলা পরিষদ হলরুমে এ আয়োজন করে টুঙ্গিপাড়া উপজেলা গণগ্রন্থাগার ।
উন্মুক্ত বইপাঠ শেষে রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতাও অনুষ্ঠিত হয়। তিনটি গ্রুপে এসব প্রতিযোগিতায় ৪০ প্রতিযোগী অংশ নেয় বলে জানিয়েছেন টুঙ্গিপাড়া গ্রন্থাগারিক যোগেন্দ্র নাথ বাড়ৈ ।
এ সময় মূল্যায়ন কমিটির সদস্য টুঙ্গিপাড়া উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের অ্যাকাডেমিক সুপার ভাইজার আশীষ কুমার মজুমদার, সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা জীবন কৃষ্ণ মালাকার, টুঙ্গিপাড়া থানার এসআই মো. মনির, টুঙ্গিপাড়া সরকারি দুঃস্থ শিশু প্রশিক্ষণ ও পুনর্বাসন কেন্দ্রের টেকনিশিয়ান মো. হাফিজুর রহমানসহ আরো অনেকে উপস্থিত ছিলেন।

