‘প্রবীণদের অভিজ্ঞতা ও মূল্যবোধ অমূল্য সম্পদ’

0
'প্রবীণদের অভিজ্ঞতা ও মূল্যবোধ অমূল্য সম্পদ'

প্রবীণদের অভিজ্ঞতা ও মূল্যবোধ অমূল্য সম্পদ। তাদের দীর্ঘ জীবনের অভিজ্ঞতা, ত্যাগ ও প্রজ্ঞা কাজে লাগিয়ে নতুন প্রজন্ম জীবনকে সঠিকপথে এগিয়ে নিতে পারে। 

বুধবার বরিশালে সমাজসেবা কমপ্লেক্সে এক সেমিনারে এ কথা বলেছেন প্রধান অতিথি জেলা প্রশাসক খায়রুল আলম সুমন। জেলা সমাজসেবা কার্যালয় এ আয়োজন করে।

জেলা প্রশাসক আরো বলেন, ‘শহুরে জীবন আর পেশাগত ব্যস্ততার দোহাই দিয়ে আমরা পরিবারের প্রবীণদের আলাদা করে ফেলছি, যারা সারাজীবন পরিবারকে এক সুতোয় গেঁথে রেখেছিলেন। প্রবীণরা সমাজের বোঝা নয়, তাঁরা আমাদের সম্পদ। প্রবীণদের সম্মান করা মানেই নিজেদের ভবিষ্যৎকে সম্মান করা।’

প্রধান অতিথি প্রবীণদের জীবনকে সুখময় করতে তাদের জন্য অধিকার সুরক্ষা, ডে-কেয়ার, প্রবীণ নিবাস স্থাপনসহ আয়বর্ধক কাজের সুযোগ তৈরি করতে সবার প্রতি আহ্বান জানান।

বিভাগীয় সমাজসেবা কার্যালয়ের পরিচালক শাহ মো. রফিকুল ইসলাম অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। সেমিনারে আরও বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা নুরুল আলম ফরিদ, অতিরিক্ত জেলা প্রশাসক লুসিকান্ত হাজং, বিভাগীয় সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক শাহপার পারভীন ও জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক একেএম আখতারুজ্জামান তালুকদার।

এ সময় সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, মুক্তিযোদ্ধা, বিভিন্ন কলেজের অধ্যাপক, বেসরকারি উন্নয়ন সংস্থার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here