গাইবান্ধায় ককটেল সদৃশ বস্তু উদ্ধার

0
গাইবান্ধায় ককটেল সদৃশ বস্তু উদ্ধার

গাইবান্ধার গোবিন্দগঞ্জে ককটেল সদৃশ ৪টি বস্তু উদ্ধার করেছে র‌্যাব-১৩। তবে বস্তুগুলো কী- সে সম্পর্কে এখনও নিশ্চিত হওয়া যায়নি। বুধবার (১৭ ডিসেম্বর) সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেন গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মাদ মোজাম্মেল হক। এর আগে মঙ্গলাবার দিবাগত রাতে উপজেলায় ককটেল সদৃশ ৪টি বস্তু উদ্ধার করা হয়।

পুলিশ ও স্থানীয়রা জানান, মঙ্গলবার রাতে কোমরপুর গ্রামীণ ব্যাংক শাখা কার্যালয়ের পাশে ককটেল সদৃশ ৪টি বস্তু পড়ে থাকতে দেখে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন দিয়ে পুলিশকে জানায় স্থানীয়রা। খবর পেয়ে গোবিন্দগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে যায়। পরে বিষয়টি র‌্যাব-১৩ রংপুরের বোম ডিসপোজাল ইউনিটকে জানানো হলে তারা গভীর রাতে ঘটনাস্থল থেকে ওই ককটেল সদৃশ বস্তুগুলো উদ্ধার করে।

গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মাদ মোজাম্মেল হক বলেন, ককটেল সদৃশ বস্তু পড়ে থাকার খবর পেয়ে র‌্যাবের সহায়তায় সেগুলো উদ্ধার করা হয়েছে। এগুলো কী, কীভাবে, কারা নিয়ে এলো, তা তদন্ত করা হচ্ছে। আইনানুগ প্রক্রিয়া শেষ হলে সেগুলো নিষ্ক্রিয় করা হবে জানান তিনি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here