শ্রীলঙ্কাকে ২২৬ রানের টার্গেট দিল বাংলাদেশ

0
শ্রীলঙ্কাকে ২২৬ রানের টার্গেট দিল বাংলাদেশ

অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপে গ্রুপ ‘বি’-এর ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে আগে ব্যাট করতে নেমে ২২৫ রান তুলেছে বাংলাদেশ। বুধবার দুবাইয়ের আইসিসি একাডেমি মাঠে টস জিতে শ্রীলঙ্কা ফিল্ডিং বেছে নেয়। নির্ধারিত ৫০ ওভারের ম্যাচে বাংলাদেশ ৪৬.৩ ওভারে সব উইকেট হারিয়ে এই সংগ্রহ দাঁড়ায় বাংলাদেশের।

ইনিংসের শেষ দিকে ঝোড়ো ব্যাটিংয়ে দলের রান বাড়ান ইকবাল হোসেন ইমন। মাত্র ৬ বলে ১২ রান করেন তিনি, যেখানে ছিল দুটি ছক্কা। তবে শেষ ওভারে ডুলনিথ সিগেরার বলে ভিরান চামুদিথার হাতে ক্যাচ দিয়ে আউট হন তিনি। অপর প্রান্তে সাদ ইসলাম শেষ পর্যন্ত ২ রান করে অপরাজিত থাকেন।

এর আগে মিডল অর্ডারে ফারিদ হাসান ৪০ বলে ২৯ রানের গুরুত্বপূর্ণ ইনিংস খেলেন। তার ব্যাটে ছিল একটি চার ও দুটি ছক্কা। শেষ পাঁচ ওভারে বাংলাদেশ তোলে ৩৭ রান, তবে হারায় ৩ উইকেট।

শ্রীলঙ্কার বোলারদের মধ্যে রাসিথ নিমসারা সবচেয়ে বেশি ২ উইকেট নেন, তবে রান দেন ৫৭। ভিরান চামুদিথা ১০ ওভারে মাত্র ১৯ রান দিয়ে ২ উইকেট শিকার করেন। ডুলনিথ সিগেরা শেষ দিকে একটি গুরুত্বপূর্ণ উইকেট নেন।

বাংলাদেশের ইনিংস শেষে বর্তমান রান রেট ছিল ৪.৮৩। এখন জয়ের জন্য শ্রীলঙ্কা অনূর্ধ্ব-১৯ দলের লক্ষ্য ২২৬ রান। ম্যাচের দ্বিতীয় ইনিংস শুরু হবে মধ্যাহ্ন বিরতির পর।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here