জয়পুরহাটে পিঠা উৎসব

0
জয়পুরহাটে পিঠা উৎসব

‘শেকড়ের টানে পাশে আনে বন্ধু’ শব্দটা ছোট হলেও পরিধি এতটাই বিস্তৃত যে পরিমাপ করার সাধ্য কারো নেই। তারপরও ছোট পরিসরে বলতে গেলে বন্ধু মানেই আত্মার টান, ভালোবাসার বন্ধন, হৃদয়ের সংস্পর্শ, একে অন্যের ছায়া, বড় রকমের ভরসার জায়গা।

প্রাইমারি পেরিয়ে মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, স্নাতক, স্নাতকোত্তর শেষ করতেও অনেক নাম না জানা মানুষের সঙ্গে বন্ধুত্বের আবির্ভাব হয় আমাদের। কেউবা জীবনের তাগিদে, কেউবা উচ্চতর ডিগ্রির জন্য দেশ ছেড়ে ভিনদেশে। এভাবে আমরা ছড়িয়ে ছিটিয়ে থাকলে ও মনের সেই টানটা রয়েই গেছে। সবার ব্যস্ততার মধ্যেও যেন একই প্লাটফর্মে থাকতে পারি, একে অন্যের পাশে দাঁড়াতে পারি, আস্থা থাকুক বন্ধুত্বের।

মঙ্গলবার সন্ধ্যায় জয়পুরহাট জেলার এসএসসি ০৭ এইচএসসি ০৯ ব্যাচের আয়োজনে শহরের দা ফ্রেন্ডস আইল্যান্ডে অনুষ্ঠিত হয়েছে বন্ধু মিলন মেলা ও পিঠা উৎসব। এসময় বন্ধুদের নিয়ে সৃতিচারণ বক্তব্য রাখেন, শারমিন, লাবনী, নূর নাহার, মিতু,হেলেনা, আশিক, মোস্তাফিজ, আব্দুল হাই, রাব্বু, খালিদ, শাহীন রেজা, শামীম ইশতিয়াক জেম, হাসান, তৌফিক, হারুন শ্যামল, পাপ্পু চাকি, তাপস, শিশিরসহ অনেকে। শেষে বিভিন্ন বাহারি পিঠা-পুলিতে মুখরিত হয়ে ওঠে পুরো প্রাঙ্গণ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here