জাতির উদ্দেশে ভাষণ দেবেন ট্রাম্প

0
জাতির উদ্দেশে ভাষণ দেবেন ট্রাম্প

জাতির উদ্দেশে ভাষণ দিতে যাচ্ছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে তিনি জানিয়েছেন, স্থানীয় সময় বুধবার রাত ৯টায় (বাংলাদেশ সময় বৃহস্পতিবার সকাল ৮টায়) হোয়াইট হাউস থেকে সরাসরি এই ভাষণ সম্প্রচার করা হবে।

পোস্টে ট্রাম্প লেখেন, ‘বুধবার রাত ৯টায় হোয়াইট হাউস থেকে আপনাদের সঙ্গে দেখা হবে।’ একই সঙ্গে তিনি দাবি করেন, যুক্তরাষ্ট্রের জন্য এটি একটি ভালো বছর গেলেও সেরা সময় এখনো সামনে অপেক্ষা করছে।

হোয়াইট হাউসের প্রেস সচিব ক্যারোলিন লেভিট ইঙ্গিত দিয়েছেন, এই ভাষণে মূলত ট্রাম্প প্রশাসনের অর্জন ও সাফল্য তুলে ধরা হবে। পাশাপাশি আগামী তিন বছরে যুক্তরাষ্ট্রের জন্য নেওয়া পরিকল্পনাগুলোর বিস্তারিত দিকনির্দেশনা দেবেন প্রেসিডেন্ট।

চলতি বছরের ২০ জানুয়ারি দ্বিতীয়বার যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে শপথ নেওয়ার পর প্রায় ১১ মাস কেটে গেছে। এ প্রসঙ্গে লেভিট সাংবাদিকদের বলেন, এটি একটি দুর্দান্ত ভাষণ হতে যাচ্ছে। গত ১১ মাসে প্রেসিডেন্ট যে কাজগুলো করেছেন, তিনি সেগুলো বিশদভাবে তুলে ধরবেন। একই সঙ্গে কীভাবে আমেরিকাকে আবার ‘গ্রেট’ করা যায়, সেই রূপরেখাও দেবেন।

সূত্র: রয়টার্স

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here