বিএনপির চেয়ারপারসন ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আশু সুস্থতা কামনায় ব্রাহ্মণবাড়িয়ায় দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৭ ডিসেম্বর) সকালে ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার বাসুদেব ইউনিয়ন বিএনপির উদ্যোগে কোড্ডা প্রাইমারী স্কুল মাঠে আয়োজিত আলোচনা সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথি ছিলেন ব্রাহ্মণবাড়িয়া-৩ (সদর-বিজয়নগর) আসনের বিএনপির ধানের শীষের মনোনীত প্রার্থী কেন্দ্রীয় বিএনপির অর্থনৈতিক বিষয়ক সম্পাদক ও জেলা বিএনপির সভাপতি ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামল।
এ সময় উপস্থিত ছিলেন জেলা সহ সভাপতি এ.বি.এম. মোমিনুল হক, জেলা বিএনপির সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আলী আজম, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আসাদুজ্জামান শাহীন, সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আলমগীর হোসেন, পৌর বিএনপির সাধারণ সম্পাদক মো. মিজানুর রহমান, ব্রাহ্মণবাড়িয়া জেলা যুবদলের সভাপতি শামীম মোল্লা প্রমুখ।
পরে ইউনিয়নের চান্দি, পাইকপাড়া, কোড্ডা, বরিশ্বল, ঘাটিয়ারা সহ বিভিন্ন এলাকায় বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করে আয়োজিত দোয়ায় অংশ নেন বিএনপির প্রার্থী ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামল।

