ভিয়েতনামে বিজয় দিবস উদযাপন

0
ভিয়েতনামে বিজয় দিবস উদযাপন

ভিয়েতনামে বাংলাদেশ দূতাবাস প্রাঙ্গনে জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে মহান বিয়জ দিবস উদযাপন করা হয়েছে। এতে  জাতীয় সঙ্গীত পরিবেশনা; মহান মুক্তিযুদ্ধে আত্মোৎসর্গকারী সকল শহিদদের আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা এবং মহান বিজয় দিবস ২০২৫ উপলক্ষ্যে রাষ্ট্রপতি, প্রধান উপদেষ্টা ও পররাষ্ট্র মন্ত্রীর বাণী পাঠ করা হয়।   
 
সন্ধ্যায় বিজয় দিবস উদযাপনের চূড়ান্ত পর্ব অনুষ্ঠিত হয় ভিয়েতনামে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূতের বাসভবনে। ব্যানার, ফেস্টুন, ফুল এবং রঙিন আলোকসজ্জায়  সাজে সজ্জিত করা হয় রাষ্ট্রদূতের বাসভবন। ভিয়েতনামে বসবাসরত বিভিন্ন পেশা শ্রেণীর  প্রবাসী বাংলাদেশী, হ্যানয়ে অবস্থিত বিভিন্ন দূতাবাসের রাষ্ট্রদূত ও কূটনীতিক, ভিয়েতনামের পররাষ্ট্র মন্ত্রণালয়ের উচ্চ পদস্থ কর্মকর্তা, স্থানীয় সাংস্কৃতিক ব্যক্তিবর্গ এবং বাংলাদেশ দূতাবাসের কর্মকর্তা, কর্মচারী ও তাদের পরিবারবর্গ অংশগ্রহণ করেন বিজয় উদযাপনে। এতে একটি আলোচনা সভা এবং একটি সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। 

আলোচনা সভায় মূল বক্তব্য দেন ভিয়েতনামে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ লুৎফর রহমান। বক্তব্যের শুরুতে তিনি মহান মুক্তিযুদ্ধের নেতৃবৃন্দ,  অসংখ্য শহীদ,  সম্ভ্রম হারা মা -বোন,  ও বীর মুক্তিযোদ্ধাদের প্রতি গভীর শ্রদ্ধা জ্ঞাপন করেন। তিনি আরো শ্রদ্ধা জ্ঞাপন করেন ২০২৪ সালের জুলাই-আগস্টে বৈষম্যবিরোধী আন্দোলনে নিহত শহিদদের। 

অনুষ্ঠানে উপস্থিত সকলকে বিজয় দিবসের শুভেচ্ছা জানিয়ে রাষ্ট্রদূত বলেন, ‘স্বাধীনতা যুদ্ধে মহান বিজয় আমাদের জাতীয় জীবনের সবচেয়ে বড় অর্জন। এর চেতনা আমাদের সকল উন্নয়ন অগ্রযাত্রার মূলমন্ত্র। বিশ্ববাজারে পোশাক শিল্পে নেতৃত্ব প্রদান এবং জাতিসংঘ শান্তিরক্ষা কার্যক্রমে সর্বাধিক শান্তিরক্ষী প্রেরণকারী দেশ হিসেবে বাংলাদেশ আজ আঞ্চলিক ও আন্তর্জাতিক পরিমণ্ডলে এক গুরুত্বপূর্ণ রাষ্ট্রশক্তি হিসেবে আবির্ভূত হয়েছে।’

আগামী দিনগুলোতে মহান মুক্তিযুদ্ধের চেতনা ও ২০২৪-এর আকাঙ্খা বাস্তবায়নে নতুন ভাবে উদ্বুদ্ধ হয়ে দেশ গড়ার আহ্বান জানান রাষ্ট্রদূত রহমান। 

সাংস্কৃতিক পর্বে  ভিয়েতনামের এক ঝাঁক শিশু বিজয় দিবসের গানের তালে তালে দলীয় নৃত্য পরিবেশন করে। প্রবাসী বাংলাদেশিরা বিজয়ের চেতনায় কবিতা আবৃত্তি এবং দূতাবাস কর্তৃক আয়োজিত বিভিন্ন খেলাধুলায় অংশগ্রহণ করেন। 

সাংস্কৃতিক ও খেলাধুলা পর্ব শেষে অংশগ্রহণকারীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। অবশেষে আগত অতিথিদের মাঝে দেশীয় খাবার পরিবেশনের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি হয়। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন দূতালয় প্রধান নাসির উদদীন। 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here