তৃতীয় সারির দলের বিপক্ষে কষ্টার্জিত জয় বার্সেলোনার

0
তৃতীয় সারির দলের বিপক্ষে কষ্টার্জিত জয় বার্সেলোনার

পজিশন ও আক্রমণে একচেটিয়া আধিপত্য করেও গোলের দেখা পাচ্ছিল না বার্সেলোনা। তবে শেষ পর্যন্ত জয়ের ধারা ধরে রেখে কোপা দেল রের শেষ ষোলোয় উঠল হান্সি ফ্লিকের দল।

তৃতীয় স্তরের ক্লাব গুয়াদালাহারার মাঠে মঙ্গলবার (১৬ ডিসেম্বর) রাতে ২-০ গোলে জিতেছে শিরোপাধারীরা। শেষ বত্রিশের ম্যাচে তাদের অন্য গোলটি করেছেন মার্কাস র‌্যাশফোর্ড।

ফেররান তরেস, রাফিনিয়া, পেদ্রিসহ আরও কয়েকজনকে বাইরে রেখে শুরুর একাদশ সাজান বার্সেলোনা কোচ। পোস্টে হোয়ান গার্সিয়াকেও বিশ্রাম দিয়ে মার্ক-আন্ড্রে টের স্টেগেনকে সুযোগ দেন ফ্লিক।

পুরো ম্যাচে ৮০ শতাংশের বেশি সময় বল দখলে রাখা বার্সেলোনা এগিয়ে যায় ৭৬তম মিনিটে। ফ্রেংকি ডি ইয়ংয়ের ক্রসে হেডে গোলটি করেন ডেনমার্কের সেন্টার-ব্যাক ক্রিস্টেনসেন।

নির্ধারিত সময়ের শেষ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন র‌্যাশফোর্ড। ইয়ামালের থ্রু পাস ডি-বক্সে ধরে, গোলরক্ষককে কাটিয়ে দুরূহ কোণ থেকে শটে গোলটি করেন ইংলিশ ফরোয়ার্ড।

পরের ম্যাচ বার্সেলোনা খেলবে আগামী রবিবার লা লিগায় ভিয়ারিয়ালের মাঠে। ১৭ ম্যাচে ৪৩ পয়েন্ট নিয়ে লিগে শীর্ষে আছে কাতালান ক্লাবটি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here