ভারতের জনপ্রিয় কৌতুক অভিনেত্রী ভারতী সিং। অভিনয়ের পাশাপাশি সঞ্চালনায়ও নিয়মিত তিনি। সম্প্রতি তার সঞ্চালনায় জনপ্রিয় শো ‘লাফটার শেফস সিজন ৩’-এ ছবির প্রচারে এসে ‘বিব্রতকর’ পরিস্থিতিতে পড়লেন নবাগত বলিউড অভিনেত্রী আয়েশা খান। ভারতীর করা এক মন্তব্যের জেরেই এমন পরিস্থিতিতে পড়েন তিনি।
অনুষ্ঠানে ‘কিস কিসকো প্যায়ার করু ২’-এর পুরো টিম হাজির ছিলেন এদিন। ছবির চার নায়িকা ওয়ারিনা হুসেন, আয়েশা খান, ত্রিধা চৌধুরী এবং পারুল গুলাটি নেচে নেচে মঞ্চে প্রবেশ করছেন। তারা যখন ভারতীর সামনে আসেন, তখন হঠাৎ ভারতী বলে বসেন, সব নায়িকারা যখন আসছিল, আমার মনে হচ্ছিল যেন কৃষ্ণা (অভিষেক) ফিরে এসেছে। আয়েশাকে দেখে মনে হচ্ছে ও অভিষেকের মতোই লম্বা আর চওড়া।
ভারতীর এই মন্তব্য শুনে মুহূর্তেই থমকে যান আয়েশা। জনসমক্ষে বডিশেমিংয়ের শিকার হয়ে তিনি দৃশ্যত অস্বস্তিতে পড়ে যান এবং নিজের পেট ঢাকার চেষ্টা করেন। পরিস্থিতি সামাল দিতে কপিল শর্মা সরাসরি ভারতীকে প্রশ্ন করেন, এটা কি প্রশংসা ছিল নাকি অন্য কিছু? এমনকি পাশে থাকা অভিনেত্রী পারুল গুলাটিও চুপ থাকেননি। তিনি সরাসরি ভারতীকে বলেন, তোমার এভাবে কথা বলা একদম উচিত হয়নি।
এরপর নিজের সাফাই গাইতে গিয়ে ভারতী হাসিমুখে বলেন, আমি আসলে অন্তঃসত্ত্বা, তাই মুখ দিয়ে বের হয়ে গেছে।
অনুষ্ঠানের এ পর্বটি প্রকাশ্যে আসতেই তুমুল সমালোচনার মুখে পড়েছেন ভারতী। নেটিজেনদের বড় একটি অংশ বলছেন, ভারতী শোয়ের বেশির ভাগ নারীর সঙ্গেই অভদ্র আচরণ করেছেন। তিনি কীভাবে কাউকে এমন লজ্জাজনক কথা বলতে পারেন। যিনি নিজের চেহারার জন্যই এতটা বিখ্যাত হয়েছেন। কেউ আবার লিখেছেন, এটা মোটেও কোনো মজার বিষয় নয় এবং যেকোনো নারীর জন্যই অত্যন্ত অপমানজনক।
প্রসঙ্গত, ২০১৫ সালে মুক্তি পায় কপিল শর্মা অভিনীত ‘কিস কিসকো প্যায়ার করু’ ছবিটি। এটি বক্স অফিসে ব্যাপক সফলতা পায়। এক দশক পর সম্প্রতি মুক্তি পায় ছবিটির দ্বিতীয় কিস্তি ‘কিস কিসকো প্যায়ার করু ২’। ছবিটি পরিচালনা করেছেন অনুকল্প গোস্বামী।

