মেক্সিকোতে যথাযোগ্য মর্যাদা ও উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে মহান বিজয় দিবস ২০২৫ উদযাপিত হয়েছে। এ উপলক্ষে মেক্সিকো সিটিতে অবস্থিত বাংলাদেশ দূতাবাস আয়োজিত অনুষ্ঠানে মেক্সিকোতে বসবাসরত বাংলাদেশি কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিবর্গ ও বিপুলসংখ্যক প্রবাসী বাংলাদেশি অংশগ্রহণ করেন।
দিবসব্যাপী কর্মসূচির শুরুতে সকালে দূতাবাস প্রাঙ্গণে জাতীয় পতাকা উত্তোলন করেন রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারী। পরে দূতাবাসের মিলনায়তনে এক বিশেষ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় রাষ্ট্রদূত মহান মুক্তিযুদ্ধে আত্মদানকারী সকল শহীদ, স্বাধীনতার অগ্রনায়ক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানসহ সকল বীর সেনানীর প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন এবং মহান বিজয় দিবসের ঐতিহাসিক তাৎপর্য তুলে ধরেন।
রাষ্ট্রদূত তার বক্তব্যে বলেন, ১৯৭১ সালের এই গৌরবময় দিনে লাখো শহীদের রক্তের বিনিময়ে অর্জিত হয়েছিল আমাদের কাঙ্ক্ষিত স্বাধীনতা। এই স্বাধীনতা কোনো সহজ উপহার নয়; এটি এসেছে রক্তস্নাত সংগ্রাম, ত্যাগ ও আত্মবিসর্জনের মধ্য দিয়ে। তিনি আরও বলেন, শহীদদের বীরত্ব ও অসীম সাহস জাতির ইতিহাসে চিরভাস্বর হয়ে থাকবে এবং তা আমাদের পথনির্দেশক হয়ে থাকবে।
তিনি জুলাইয়ের গণঅভ্যুত্থানের প্রসঙ্গ টেনে বলেন, ‘তরুণদের সাহসী ভূমিকা নতুন আশার সঞ্চার করেছে। একই সঙ্গে মতপ্রকাশের স্বাধীনতার গুরুত্ব তুলে ধরে রাষ্ট্রদূত বলেন, গণতন্ত্র ধ্বংসে লিপ্ত সন্ত্রাসবাদী ও সহিংস শক্তির পুনরুত্থান রোধে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। দায়িত্বশীল আচরণের ওপর জোর দিয়ে তিনি বলেন, মতপ্রকাশের স্বাধীনতার নামে কোনোভাবেই সহিংসতা বা সামাজিক অস্থিরতা উসকে দেওয়া গ্রহণযোগ্য নয়।’
রাষ্ট্রদূত আরও উল্লেখ করেন, একটি সমৃদ্ধ ও উন্নত বাংলাদেশ গড়তে শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থান এবং ব্যবসা-বিনিয়োগবান্ধব পরিবেশ তৈরিতে বিশেষ গুরুত্ব দিতে হবে। আসন্ন নির্বাচনের মাধ্যমে সব স্তরের জনগণের অংশগ্রহণ নিশ্চিত হবে এবং এর মধ্য দিয়ে দেশে একটি নতুন গণতান্ত্রিক অগ্রযাত্রার সূচনা হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
অনুষ্ঠানে বাংলাদেশি কমিউনিটির এক তরুণ সদস্য মহান বিজয় দিবস উপলক্ষে তার অনুভূতি প্রকাশ করেন। এছাড়া দিবসটি উপলক্ষে রাষ্ট্রপতি, প্রধান উপদেষ্টা ও পররাষ্ট্র উপদেষ্টার বাণী পাঠ করে শোনানো হয়। শহীদদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়।
অনুষ্ঠানের অংশ হিসেবে প্রবাসী বাংলাদেশি শিশুদের অংশগ্রহণে দেশাত্মবোধক গান পরিবেশিত হয়। কর্মসূচির শেষ পর্বে দূতাবাস প্রাঙ্গণে আমন্ত্রিত অতিথিদের জন্য মহান বিজয় দিবস উপলক্ষে বিশেষ আপ্যায়নের আয়োজন করা হয়।

