শৈলকুপায় বিদ্যুৎস্পৃষ্টে গৃহবধূর মৃত্যু

0
শৈলকুপায় বিদ্যুৎস্পৃষ্টে গৃহবধূর মৃত্যু

ঝিনাইদহের শৈলকুপা উপজেলায় রাইস কুকারে রান্না করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আছিয়া খাতুন (৩২) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। মঙ্গলবার সন্ধ্যায় উপজেলার আবাইপুর ইউনিয়নের মীনগ্রাম এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহত আছিয়া খাতুন ওই গ্রামের মামুন শেখের স্ত্রী এবং তিন সন্তানের জননী।

স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, মঙ্গলবার সন্ধ্যায় আছিয়া খাতুন নিজ ঘরের রান্নাঘরে রাইস কুকারে রাতের খাবার রান্না করছিলেন। এ সময় অসাবধানতাবশত রাইস কুকারটি বৈদ্যুতিক শর্টসার্কিট হয়ে পড়ে। রান্না করার একপর্যায়ে তিনি কুকারটি স্পর্শ করলে বিদ্যুৎস্পৃষ্ট হন। পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করার আগেই ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

শৈলকুপা থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের পক্ষ থেকে এই ঘটনার পর বৈদ্যুতিক সরঞ্জাম ব্যবহারের ক্ষেত্রে সাধারণ মানুষকে আরও সতর্ক হওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। বিশেষ করে রাইস কুকার, ইস্ত্রি বা হিটার ব্যবহারের সময় তার ছেঁড়া আছে কিনা বা সকেট ঠিক আছে কিনা তা যাচাই করে নেওয়ার আহ্বান জানানো হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here