খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় নিউজার্সি বিএনপির দোয়া মাহফিল

0
খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় নিউজার্সি বিএনপির দোয়া মাহফিল

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র নিউজার্সি ষ্টেট (দক্ষিণ) কর্তৃক আয়োজিত এক মাহফিলে বেগম খালেদা জিয়ার দ্রুত রোগমুক্তি কামনা করে দোয়া অনুষ্ঠিত হয়। ৬ ডিসেম্বর শনিবার আটলান্টিক সিটির একটি হোটেলে দোয়া শেষে বাংলাদেশের পরিস্থিতি নিয়ে মতবিনিময়ও করা হয়। 

এতে প্রধান অতিথির বক্তব্য দেন বিএনপি চেয়ারপার্সনের পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা কমিটির অন্যতম সদস্য গোলাম ফারুক শাহীন।

মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন হোস্ট সংগঠনের ভারপ্রাপ্ত সভাপতি মোহাম্মদ দিদার এবং পরিচালনা করেন সাধারণ সম্পাদক সাবেক ছাত্র নেতা মোহাম্মদ রহমান বাবুল। 

দোয়া ও মোনাজাত পরিচালনা করেন সাবেক সভাপতি গিয়াস উদ্দিন পাঠান। নেতৃবৃন্দের মধ্যে আরো ছিলেন নিউজার্সি বিএনপি নেতা ফারুক হোসেন, শওকত হোসেন, লংআইল্যান্ড বিএনপির নেতা সৈয়দ জিল্লুর রহমান এবং শাহজাহান সিরাজ, শামিমা আফরোজ, পারভীন আক্তার, শীলা পারভীন, মোহাম্মদ ওমর ফারুক, সৈয়দ ইয়ানুর রহমান প্রমুখ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here