মহান বিজয় দিবস উপলক্ষে মুক্তিযুদ্ধে আত্মদানকারী বীর শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়েছে উত্তরের সংযোগস্থল লালমনিরহাট জেলার পাঁচ উপজেলা নিয়ে গঠিত বৃহৎ সাংবাদিক সংগঠন প্রেস ফাইভ।
মঙ্গলবার সকালে জেলার কালীগঞ্জ, আদিতমারী, হাতিবান্ধা, পাটগ্রাম ও লালমনিরহাট সদর উপজেলার স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে সংগঠনের নেতা ও সদস্যরা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।
এ সময় উপস্থিত ছিলেন প্রেস ফাইভের আহ্বায়ক আলতাফুর রহমান, সদস্য সচিব নুর আলমগীর অনু, যুগ্ম আহ্বায়ক মোস্তাফিজার রহমান মোস্তফা ও ফারুক আলম, আহ্বায়ক কমিটির সদস্য সাইফুল ইসলাম সবুজ, রাহেবুল ইসলাম টিটুল, লাজু মিয়া, আলামিন বাবু, রনি ইসলাম, তৌফিক জামান, মোহাম্মদ ওয়াহেদ আলী, রাকিবুল ইসলাম রিপন, রবিউল হাসান, মাহির খানসহ সহ-আহ্বায়ক কমিটির অন্যান্য সদস্যরা।
শ্রদ্ধা নিবেদন শেষে উপস্থিত সাংবাদিক নেতারা মুক্তিযুদ্ধের চেতনায় দেশ গঠনে গণমাধ্যমকর্মীদের দায়িত্ব আরও দৃঢ়ভাবে পালনের অঙ্গীকার ব্যক্ত করেন।
এ ছাড়া কালীগঞ্জ, আদিতমারী, পাটগ্রাম ও লালমনিরহাট সদর উপজেলার বিভিন্ন প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন মিডিয়ার সাংবাদিকরাও অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানের শেষ পর্যায়ে বিএনপি চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় বিশেষ মোনাজাত করা হয়।

