সাতক্ষীরায় মহেন্দ্র উল্টে মা-ছেলে নিহত

0
সাতক্ষীরায় মহেন্দ্র উল্টে মা-ছেলে নিহত

সাতক্ষীরা-খুলনা মহাসড়কের তালা উপজেলায় ভৈরবনগর মোড়ে মহেন্দ্র গাড়ি উল্টে মা ও ছেলে নিহত হয়েছেন। মঙ্গলবার (১৬ ডিসেম্বর) দুপুর ১২টার দিকে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- সাতক্ষীরা সদর থানার ভোমরা ইউনিয়নের আব্দুস সালামের স্ত্রী শারমিন (৩৫) ও তাদের ছেলে মুস্তাকিম (৮)।

প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুরে শারমিন তার ছেলে মুস্তাকিমকে নিয়ে বাবার বাড়ি তালা উপজেলার খলিলনগর থেকে শ্বশুরবাড়ি ভোমরার উদ্দেশ্যে মহেন্দ্রে করে রওনা দেন। ভৈরবনগর মোড়ে পৌঁছালে একটি মোটরসাইকেলকে সাইড দিতে গিয়ে মহেন্দ্রটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায় এবং ঘটনাস্থলেই তারা নিহত হন।

তালা সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার (এএসপি) শেখ মো. নুরুল্লাহ জানান, দুর্ঘটনাটি মোটরসাইকেলকে সাইড দিতে গিয়ে ঘটেছে। নিহতদের মরদেহ সাতক্ষীরা সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here