আইপিএলে মুস্তাফিজ ঝড়, পড়ে গেলো কাড়াকাড়ি

0
আইপিএলে মুস্তাফিজ ঝড়, পড়ে গেলো কাড়াকাড়ি

মুস্তাফিজুর রহমানকে নিয়ে এবার রীতিমতো আইপিএলে কাড়াকাড়ি পড়ে গেলো। আইপিএলে কিছুটা ফিঁকে হয়ে আসা ফিজ যাত্রায় এবার যেনো লাগল নতুন রঙ। ঘুরে দাঁড়িয়ে চমক দেখানো যাকে বলে, ঠিক সেটাই করে দেখালেন ফিজ। এমন কাণ্ড ঘটে গেছে যে, এতে একটা সময় যারা ফিজের আইপিএল যাত্রার শেষ দেখেছিলেন; তাদের চোখও নিশ্চয়ই ছানাবড়া হবে। অনেকে হয়তো নিশ্চিত হওয়ার জন্য আরও দু-চারবার চোখ কচলে নেবেন। কারণ, ঘটনাটা যে আসলেই বিস্ময়কর।

এবারের আইপিএল নিলামে বাজিমাত করেছেন বাংলাদেশের অভিজ্ঞ পেসার মুস্তাফিজ। তাকে ৯ কোটি ২০ লাখ রুপিতে দলে টেনেছে শাহরুখ খানের দল কলকাতা নাইটরাইডার্স (কেকেআর)। 

নিজের আইপিএল ক্যারিয়ারে সর্বোচ্চ দাম পেলেন দ্য ফিজ। বাংলাদেশের বাঁ-হাতি পেসারের এবারের ভিত্তি মূল্য ছিলো ২ কোটি রুপি। 

নিলাম টেবিলে মুস্তাফিজকে নিয়ে কাড়াকাড়ি হয় চেন্নাই সুপার কিংস আর কেকেআরের মধ্যে। ভিত্তিমূল্য ২ কোটি রুপিতে তাকে দলে টানতে আগ্রহ দেখায় চেন্নাই সুপার কিংস। গত মৌসুমে চেন্নাইয়ের হয়ে খেলেছেন তিনি। তাকে দলে নিতে রীতিমতো মরিয়া ছিলেন আইপিএলের সফলতম ফ্র্যাঞ্চাইজিটি। 

তবে পাশার দান উল্টে দিতে থাকে কেকেআর। চেন্নাইয়ের সঙ্গে লড়াই করতে করতে ফিজের দাম উঠে যায় ১০ কোটি ‍রুপির কাছাকাছি। মাঝমাখে ফিজকে দলে টানতে দিল্লিও আগ্রহ দেখিয়েছিল। 

মুস্তাফিজকে নিয়ে এবার নিলামে বাড়তি আগ্রহ থাকতে পারে বলে ধারণা ছিল আগে থেকেই। অনেক দিন ধরেই এই সংস্করণে দারুণ ফর্মে আছেন তিনি। তবে আইপিএল চলার সময় দেশের মাঠে নিউজিল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের সিরিজও আছে। তাই একটু শঙ্কার জায়গাও ছিল তার প্রতি দলগুলোর দৃষ্টিভঙ্গির জায়গা নিয়ে। তবে শেষ পর্যন্ত নিলামে চমক দেখালো।

নিলামের মূল ধাপগুলোর পর বাকি থাকা ক্রিকেটারদের মধ্যে যাদের প্রতি দলগুলির আগ্রহ আছে, সেই তালিকা নিয়ে ‘অ্যাকসিলারেটেড’ একটি রাউন্ড হয়। সেখানেই তোলা হয় মুস্তাফিজের নাম। এর আগে বাংলাদেশের কোন ক্রিকেটারের আইপিএলে এতো দাম ওঠেনি। 

আইপিএলে ২০১৬ সালে মুস্তাফিজের অভিষেক। প্রথম মৌসুমে সানরাইজার্স হায়দরাবাদে খেলে বাজিমাত করেন তিনি। আইপিএলের উদীয়মান হয়ে হায়দরাবাদকে শিরোপা জেতান। এরপর থেকে নিয়মিত আইপিএলে খেলছেন টাইগার এই তারকা। আট মৌসুমের আইপিএল ক্যারিয়ারে ৬০ ম্যাচ খেলে ৬৫ উইকেট নিয়েছেন তিনি।

হায়দরাবাদের পর তাকে রাজস্থানের জার্সিতে দেখা যায়। মুম্বাই ইন্ডিয়ান্সে ও দিল্লি ক্যাপিটালসের পরে চেন্নাইয়ে খেলেছেন। এবার খেলবেন কেকেআরে। তার আগে কলকাতার দলটির জার্সি পরেছেন সাকিক আল হাসান ও মাশরাফি মর্তুজা। 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here